ব্যাটে রান মর্গ্যানের! হোঁচট খেয়ে পাঞ্জাবকে হারাল নাইটরা, আইপিএলের পয়েন্ট টেবিলে বড়সড় লাফ

লোকেশ রাহুলদের বিরুদ্ধে জয়ের সুবাদে আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিল কেকেআর। তারা আট নম্বর থেকে উঠে আসে পাঁচে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাঞ্জাব কিংস: ১২৩/৯ (২০ ওভার)

কেকেআর১২৬/৫ (১৬.৪ ওভার)

অবশেষে জয়ে ফিরল কেকেআর। টানা চার ম্যাচ হারের পর পাঞ্জাব কিংসকে পাঁচ উইকেটে ২০ বল হাতে নিয়ে হারিয়ে জয়ের সরণিতে ফিরল কেকেআর। তবে সহজ জয়ই নাইটরা পেল রক্তচাপ বাড়িয়ে। টার্গেট ছিল মাত্র ১২৩। সেই টার্গেট তাড়া করেই হোঁচট খেতে খেতে জয়।

কেকেআরকে জয়ে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ক্যাপ্টেন মর্গ্যান। দলের একপ্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পতন জারি থাকলেও মর্গ্যান ৪০ বলে ৪৭ রানের ইনিংসে জয় নিশ্চিত করে ড্রেসিংরুমে ফেরেন। সেই সঙ্গে ব্যাট হাতে সফল রাহুল ত্রিপাঠিও (৩২ বলে ৪১)।

সামান্য এই টার্গেট চেজ করতে নেমে কেকেআর পরপর তিন ওভারে শুভমান গিল (৯), নীতিশ রানা (০) এবং সুনীল নারিন (০)কে হারিয়ে ৩ ওভারের মধ্যেই ১৭/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে চতুর্থ উইকেটে নাইটদের টানেন মর্গ্যান এবং রাহুল ত্রিপাঠি। দুজনে স্কোরবোর্ডে ৬৬ রান যোগ করেন।

ঠিক যখন মনে করা হচ্ছিল কেকেআরকে এই জুটিই জয়ের সীমানা পার করে দেবেন, সেই সময়েই হুডা আউট করে দেন ত্রিপাঠিকে। কিছুক্ষণ পরে প্যাভিলিয়নে ফেরেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া আন্দ্রে রাসেলও। ৯৮/৫ হয়ে যাওয়ার পরে কেকেআরের জয়ের আকাশে কালো মেঘ। সেই সময়ে মর্গ্যানের সঙ্গে বাকি রান তুলে দেন কার্তিক (৬ বলে ১২)।

তার আগে কেকেআর এদিন দুরন্ত বোলিং করে যায়। মোতেরার পিচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নাইটরা। ওপেনিং জুটিতে কেএল রাহুল (১৯) এবং মায়াঙ্ক আগারওয়াল (৩১) ৩৬ তুলে দেওয়ার পরেই খেই হারায় প্রীতির দল। কৃষ্ণ, মাভি, নারিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। আন্দ্রে রাসেল বাদে কেকেআর বোলারদের প্রত্যেকেই উইকেট পেয়েছেন এদিন। প্যাট কামিন্স এবং সুনীল নারিন জোড়া শিকার করেন। প্রসিদ্ধ কৃষ্ণর দখলে ৩ উইকেট। শিবম মাভি এবং বরুণ চক্রবর্তী দুজনেই ১টি করে উইকেট নেন।

লোকেশ রাহুলদের বিরুদ্ধে জয়ের সুবাদে আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিল কেকেআর। তারা আট নম্বর থেকে উঠে আসে পাঁচে। পঞ্জাব ছিটকে যায় ছয় নম্বরে। সিএসকে যথারীতি শীর্ষে রয়েছে।

আরও পড়ুন: বেনজির আইপিএল: রোজা রেখে রশিদের সঙ্গে ইফতার ওয়ার্নার, উইলিয়ামসনের

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-

১. সিএসকে: ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে লিগ টেবিলের শীর্ষে। তাদের নেট রান-রেট +১.৬১২।

২. দিল্লি ক্যাপিটালস: ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দিল্লি অবস্থান করছে দু’নম্বরে। তাদের নেট রান-রেট +০.৩৩৪।

৩. আরসিবি: ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর রয়েছে লিগে টেবিলের তৃতীয় স্থানে। তাদের নেট রান-রেট +০.০৯৬।

৪. মুম্বই ইন্ডিয়ান্স: ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট -০.০৩২।

৫. কেকেআর: ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা উঠে আসে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩০৫।

৬. পঞ্জাব কিংস: ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্জাব নেমে যায় ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬০৮।

৭. রাজস্থান রয়্যালস: ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬৮১।

 ৮. সানরাইজার্স: ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৮০।

আরও পড়ুন: ১ ওভারে পাঁচ ছক্কায় ৩৭! জাদেজার ব্যাটে ছিন্নভিন্ন কোহলির দলে

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest