IPL 2021: Chennai beats Mumbai by 20 runs in comeback win, first on points table

IPL 2021: দুরন্ত ব্যাটিং ঋতুরাজের, মুম্বইকে হারিয়ে এক নম্বরে চেন্নাই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৫৬/৬ (ঋতুরাজ ৮৮*, জাদেজা ২৬, মিলনে ২/২১, বুমরাহ ২/৩৩)
মুম্বই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৩৬/৮ (সৌরভ তিওয়ারি ৫০*, ডি’কক ১৭, ব্র্যাভো ৩/২৫)
চেন্নাই ২০ রানে জয়ী।

শুরুতে মনে হয়েছিল হাসতে হাসতেই আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জিতে যাবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ঋতুরাজ গায়কোয়াডের দুরন্ত ব্যাটিং এবং চেন্নাই বোলারদের অসাধারণ পারফরম্যান্স শেষপর্যন্ত হাসি ফোটাল মহেন্দ্র সিং ধোনির মুখেই। সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ২০ রানে হারল রোহিত-হার্দিক পাণ্ডিয়াহীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

রবিবার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই এবং মুম্বই।

কিন্তু ম্যাচের শুরুতেই অবাক হয়ে যান অনেকে। কারণ মুম্বইয়ের প্রথম একাদশে ছিলেন না দলের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া। তাহলে কী দু’জনেরই চোট? তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কী হবে? এই নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। যদিও পরে জানা যায়, দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হলেও শুরুটা বেশ দুর্দান্তই করেছিল মুম্বই। ট্রেন্ট বোল্ট এবং অ্যাডাম মিলনে-দুই পেসারের দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়ে চেন্নাই শিবির। শূন্যরানেই ফিরে যান দু’প্লেসিস, মঈন আলি। শূন্যরানে চোট পেয়ে মাঠ ছাড়েন অম্বাত রায়াডু। এছাড়া রায়না ৪ রানে এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩ রানে আউট হন। সেসময় চেন্নাইয়ের রান ছিল ৬ ওভারে ৪ উইকেটে মাত্র ২৪ রান। কিন্তু সেখান থেকেই হলুদ জার্সিধারীদের রান পৌঁছায় ১৫৬ রানে। সৌজন্যে ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের ৫৮ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস। ৯টি চার এবং চারটি ছয় মারেন তিনি। শেষদিকে তাঁকে কিছুটা সাহায্য করেন রবীন্দ্র জাদেজা এবং ডোয়েন ব্র্যাভো। মুম্বইয়ের পক্ষ থেকে দুটি করে উইকেট পান অ্যাডাম মিলনে এবং ট্রেন্ট বোল্ট। এছাড়া শততম আইপিএল ম্যাচ খেলতে নামা বুমরাহও দুটি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রোহিতের অভাব বোধ করতে থাকে মুম্বই। প্রথম থেকেই সেকরকমভাবে কোনও বড় পার্টনারশিপই গড়ে তুলতে পারেনি নীলজার্সিধারীরা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। আর শেষপর্যন্ত তারই খেসারত দিতে হল মুম্বইকে। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৬ রানেই থেমে যায় কায়রন পোলার্ডদের ইনিংস। ৫০ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি। কিন্তু অপরদিক থেকে তেমন কোনও সাহায্যই পাননি তিনি। ফলে দিনের শুরুটা খারাপ খেললেও শেষ হাসি হাসল সেই ধোনির দলই।

আরও পড়ুন: IPL 2021: চলতি আইপিএলের পরই RCB-র ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন, জানিয়ে দিলেন কোহলি

শুধু তাই নয়, লিগ টেবিলে শীর্ষেও উঠে এল চেন্নাই। দিল্লিকে পিছলে যেতে হয় দ্বিতীয় স্থানে। তিন নম্বরে আগের মতোই জায়গা ধরে রেখেছে বিরাট কোহলির আরসিবি। তবে মুম্বই জিতলে ব্যাঙ্গালোরকে টপকে তিন নম্বরে চলে আসতে পারত। শেষমেশ ধোনিদের কাছে হেরে যাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স চার নম্বরেই থেকে যায়। কলকাতা নাইট রাইডার্স রয়েছে ৭ নম্বরে। একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল।

১. সিএসকে: ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস শীর্ষে উঠে আসে। তাদের নেট রান-রেট +১.২২৩।

২. দিল্লি ক্যাপিটালস: ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি নেমে যায় দ্বিতীয় স্থানে। তাদের নেট রান-রেট +০.৫৪৭।

৩. আরসিবি: ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর অবস্থান করছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৭১।

৪. মুম্বই ইন্ডিয়ান্স: ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই যথারীতি রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.০৭১।

৫. রাজস্থান রয়্যালস: ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৯০।

৬. পঞ্জাব কিংস: ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩৬৮।

৭. কেকেআর: ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৪৯৪।

৮. সানরাইজার্স: ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬২৩।

আরও পড়ুন: CPL থেকে IPL-এর আঙিনায় রাসেলরা, যোগ দিলেন KKR শিবিরে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest