IPL 2021: দীর্ঘদিন পর মাঠে ধোনি, লড়াই ‘শিষ্য’ পন্থের বিরুদ্ধে

শিক্ষানবীশ বনাম মাস্টার ডিগ্রি করা ছাত্রের যুদ্ধ বলতে পারেন! আবার একলব্য বনাম দ্রোণাচার্যর যুদ্ধও বলতে পারেন!
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শিক্ষানবীশ বনাম মাস্টার ডিগ্রি করা ছাত্রের যুদ্ধ বলতে পারেন! আবার একলব্য বনাম দ্রোণাচার্যর যুদ্ধও বলতে পারেন! শনিবাসরীয় ওয়াংখেড়েতে অধিনায়কত্বের দিক থেকে দেখলে, ঋষভ পন্থ বনাম মহেন্দ্র সিং ধোনির যুদ্ধের যে কোনও একটা নামকরণ করা যায়। শিক্ষানবিশ বনাম মাস্টার ডিগ্রি ছাত্রের লড়াই কারণ– ক্যাপ্টেন্সির পৃথিবীতে পন্থ একেবারেই আনকোরা। শনিবারই প্রথম বার আইপিএলে (IPL) অধিনায়কত্ব করতে নামবেন।

উলটোদিকে, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে মাস্টার ডিগ্রি করা আছে মোটামুটি! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেও ধোনির মগজাস্ত্র যে বিশ্বজুড়ে ঠিক কতটা সমাদৃত, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আবার একদিক থেকে দেখলে, শনিবারের ঋষভ বনাম ধোনির যুদ্ধ, শিষ্য আর গুরুর লড়াইও বটে! ধোনির মতো উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভও। এবং বহু বার বলেছেন, তাঁর অনুপ্রেরণার নামই মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)।

তিনবারের চ্যাম্পিয়ন সিএসকে (CSK)  স্কোয়াড গত বছরের থেকে বিশেষ আলাদা কিছু নয়৷ গত মরশুমটা তাদের লজ্জাজনক পারফরম্যান্স হয়েছিল৷ আসলে আর কিছুই নয় চেন্নাই যতবার আইপিএল খেলেছে ততবার কখনই হয়নি যে তারা প্লে অফে খেলেনি৷ কিন্ত ২০২০ তে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে প্রথমবার তারা প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি৷ পাশাপাশি লিগ টেবলে জায়গা হয়েছিল লাস্ট বয়ের ঠিক আগে৷ কিন্তু ধোনির অধিনায়কত্বে সেই জায়গাটা আশা করা যায় অনেকটাই বদলে যাবে৷ কারণ তাঁর অভিজ্ঞতা আর তাঁর দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল বাইশ গজে ফের হুইসেল পোডু (whistle podu) ধ্বনি তুলবে৷ অ

দিল্লি ক্যাপিটাল্স (DC) -র অধিনায়ক একেবারে তরুণ তুর্কি ঋষভ পন্থ৷ শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় এবার এই তরুণের হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট৷ ধোনির উত্তরসূরী হিসেবে তাঁকে বিশ্ব ক্রিকেট দেখছে এই অবস্থায় তারঁ তারুণ্যের উচ্ছ্বাস বনাম ধোনির শান্ত মাথার অঙ্কের টক্কর বাইশ গজে নতুন আগুন লাগাবে৷

আরও পড়ুন: করোনা নিয়ে ৭ দিনের মাথায় হাসপাতালে ভরতি সচিন

এই দুই দলের টক্করে একাধিক তারকার নাম রয়েছে৷ CSK এবং DC-র ফ্যানদের জন্য তাঁদের সম্ভাব্য একাদশ৷

আইপিএল ২০২১ -র সিএসকে বনাম ডিসি ম্যাচ দেখানো হবে স্টার স্পোর্টস ১ এইচডি, এসডি চ্যানেল, স্টার স্পোর্টস ১ হিন্দি, এইচডি এবং এসজি চ্যানেলগুলিতে (Star Sports 1 HD, SD channels, Star Sports 1 Hindi HD, SD channels) খেলা দেখা যাবে৷ এছাড়া ফ্যানরা ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি + হটস্টারে (Disney+ Hotstar)

কখন হবে ম্যাচ- – এপ্রিলের ১০ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়াংখেড়েতে হবে ম্যাচ৷

CSK vs DC IPL 2021, Chennai Super Kings playing 11 against Delhi Capitals: Faf du Plessis, Robin Uthappa or Ruturaj Gaikwad, Suresh Raina, Ambati Rayudu, MS Dhoni (C, WK), Sam Curran, Ravindra Jadeja, Moeen Ali, Dwayne Bravo, Deepak Chahar, Shardul Thakur

CSK vs DC IPL 2021, Delhi Capitals playing 11 against Chennai Super Kings: Shikhar Dhawan, Prithvi Shaw, Ajinkya Rahane or Steve Smith, Rishabh Pant (C, WK), Shimron Hetmyer, Marcus Stoinis, Ravi Ashwin, Lalit Yadav, Chris Woakes, Ishant Sharma/Tom Curran, Umesh Yadav

আরও পড়ুন: MI vs RCB: ব্যাটে জ্বলে উঠলেন ডেভিলিয়ার্স, বেঙ্গালুরুর কষ্টার্জিত জয়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest