IPL 2021: Delhi Capitals beat Mumbai Indians by 4 wickets, qualify for play-off

IPL 2021: দিল্লির কাছে হার মুম্বইয়ের, প্লে অফের রাস্তা হল কঠিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ব্যর্থতা ভুলে ফের জয়ের রাস্তায় ফিরল দিল্লি ক্যাপিটালস। শনিবার শারজায় ঋষভ পন্থের দল ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নিশ্চিত করে ফেলল প্লে-অফও। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল তারা। শনিবারও দায়িত্ব নিয়ে দলকে জেতালেন শ্রেয়স। শারজার শ্লথ পিচে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শুরুতেই রোহিত শর্মাকে ফিরিয়ে ঝটকা দেন আবেশ খান। ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন মুম্বই অধিনায়ক। চলতি আইপিএলে দুরন্ত খেলছেন আবেশ খান। ২১ উইকেট নিয়ে হর্ষল প্যাটেলের পরই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের এই ডান হাতি পেসার। কুইন্টন ডি’ককে ব্যক্তিগত ১৯ রানে আউট করেন অক্ষর প্যাটেল। সৌরভ তিওয়ারি-সূর্যকুমার যাদব জুটি স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেই পার্টনারশিপে ভাঙন ধরান সেই অক্ষর প্যাটেল। ৩৩ রান করেন সূর্যকুমার যাদব। ১৫ রানে অক্ষর প্যাটেলের বলে আউট হন সৌরভ তিওয়ারি। পোলার্ড (৬), হার্দিক পান্ডিয়া (১৭) কেউই বড় রান করতে পারেননি। ২০ ওভারে ১২৯ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। ৩টে করে উইকেট নেন আবেশ খান ও অক্ষর প্যাটেল। ১টি উইকেট নেন নর্টজে ও অশ্বিন।

অল্প পুঁজি নিয়েও দুরন্ত লড়াই চালাল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শিখর ধাওয়ানকে (৮) রান আউট করে প্রথম ঝটকা দেন পোলার্ড। একে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ (৬), স্টিভ স্মিথ (৯)। ঋষভ পন্থ-শ্রেয়স আইয়ার জুটি দিল্লির স্কোরবোর্ডকে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেও জুটিতে ভাঙন ধরান জয়ন্ত যাদব। ব্যক্তিগত ২৬ রানে আউট হন ঋষভ। ব্যর্থ হন অক্ষর প্যাটেল (৯), হেটমায়ার (১৫)। তবে দিল্লিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে শ্রেয়সকে সাহায্য করেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ে সাফল্য না পেলেও ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ২০ রানে অপরাজিত থাকলেন অশ্বিন। ৩৩ রানে অপরাজিত থাকলেন শ্রেয়স আইয়ার। শেষ ওভারে ৬ মেরে ম্যাচ জেতালেন অশ্বিন।

প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মুম্বইকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দুইয়ে থাকাও প্রায় নিশ্চিত করে ফেললেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার। অন্যদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে দাঁড়াল রোহিত শর্মাদের সামনে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest