Site icon The News Nest

আন্দ্রে রাসেলের বিশ্বাস ফের ঘুরে দাঁড়াবে কেকেআর

Andre Russell 4

২২ বলে ৫৪ রান করে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছিল রাসেলকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২২১ রান তাড়া করতে গিয়ে ২০২ রানে থেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে হারতে হলেও আন্দ্রে রাসেল মনে করেন, কেকেআর ফের ঘুরে দাঁড়াবে। ২৪ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে সেই বার্তা দিলেন ‘দ্রে রাস’।

তিনি বলেন, ‘কঠিন সময়ে আমরা সবাই একজোট আছি। দলের প্রত্যেকে ইতিবাচক মানসিকতা নিয়ে পরবর্তী ম্যাচের ব্যাপারে চিন্তা করছি। কারণ আমি জানি এই খারাপ সময় খুব দ্রুত কেটে যাবে।’

আরও পড়ুন: জার্মানি থেকে আসছে ২৩টি অক্সিজেন উৎপাদক ভ্রাম্যমাণ প্ল্যান্ট

সেই হারের পর দলের অধিনায়ক অইন মর্গ্যান বলেছিলেন, ‘রাসেল আউট হওয়ার ওর থেকে দূরে ছিলাম।’ সেই প্রসঙ্গে রাসেলকে প্রশ্ন করা হলে তিনি বললেন,’আউট হলে যে কোনও ব্যাটসম্যানের মাথা গরম হয়ে যায়। আর সেই ম্যাচে তো মাথা আরও গরম হয়ে গিয়েছিল। নিজের উপর খুব রাগ হচ্ছিল। তবে খেলা শেষ হতেই খুব আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম। সাজঘরে গিয়ে সতীর্থদের সঙ্গে চোখ মেলাতে পারছিলাম না।’

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কার্যত একার হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল।ধোনিদের ২২০ রান তাড়া করতে নেমে কেকেআর একসময় পাওয়ার প্লে’র মধ্যেই ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বসে।

এমন পরিস্থিতি থেকে ম্যাচে কলকাতার জয়ের সম্ভাবনা তৈরি করেন আন্দ্রে রাসেল। তিনি ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫৪ রান করে আউট হন। কলকাতা শেষমেশ ১৮ রানে ম্যাচ হারে। তবে বিশেষজ্ঞদের দাবি, রাসেল আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে কেকেআর ম্যাচটা অনায়াসে জিতে যেত।রাসেলের এমন ধ্বংসাত্মক ব্যাটিং দেখে ইরফান পাঠান টুইট করেন, ‘যতক্ষণ রাসেল ক্রিজে রয়েছেন, টিভি বন্ধ করবেন না।’

আরও পড়ুন: ফের মৃত্যুশোক বলিউডে! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অমিত মিস্ত্রী

Exit mobile version