IPL 2021: Kiwi pacer joins KKR instead of Pat Cummins

IPL 2021: প্যাট কামিন্সের বদলে KKR-এ যোগ দিলেন কিউয়ি পেসার, বড় ঘোষণায় চমক শাহরুখদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন, আসন্ন আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্ত হিসাবে কেকেআর বৃহস্পতিবার সই করালো নিউজিল্যান্ডের টিম সাউদিকে। ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরিয়ে দেওয়া প্যাট কামিন্সের বদলে কেকেআর অন্তর্ভুক্ত করল টিম সাউদিকে।

টিম সাউদিকে সই করানোর বিষয়টি নাইট রাইডার্সের এক সূত্র নিশ্চিত করেছে Cricbuzz-কে। টানা ছ’বছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অংশ নেওয়ার পর ২০২০ সালের আইপিএল নিলামে অবিক্রিত থাকেন সাউদি। শেষবার ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে মাঠে নামেন কিউয়ি তারকা। সব মিলিয়ে আইপিএলের ৪০টি ম্যাচে মাঠে নেমে ২৮টি উইকেট নিয়েছেন সাউদি।

আরসিবি ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সাউদি। সেদিক থেকে কলকাতা নাইট রাইডার্স তাঁর চতুর্থ আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিম। যদিও ঠিক কত টাকায় সাউদিকে সই করিয়েছে নাইট রাইডার্স, তা এখনও জানা যায়নি। পরে আইপিএলের তরফেও বিজ্ঞপ্তি জারি করে সাউদির ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ঢুকে পড়ার কথা সরকারিভাবে জানানো হয়।

আরও পড়ুন: IPL 2010: বড় ধাক্কা! নাইট রাইডার্সের কোচ হিসেবে থাকছেন না ব্রেন্ডন ম্যাককালাম

কেকেআরের এক শীর্ষকর্তা ক্রিকবাজ-কে জানিয়েছেন, “টিম নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেয়। আমিরশাহির কন্ডিশনে ও কার্যকরী হতে পারে। লকি ফার্গুসনের ব্যাক আপ হিসেবে স্কোয়াডে রাখা হচ্ছে তাঁকে।”

জানা যাচ্ছে, প্যাট কামিন্সের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকার জন্যই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর আগে আইপিএলে হৃদয় জেতা কীর্তি গড়েছিলেন তিনি। আইপিএলের মাঝে অতিমারীর সময় যখন একের পর এক তারকা দল ছেড়ে দেশে ফিরে যাচ্ছিলেন, সেই সময় প্যাট কামিন্স ভারতে থাকার সিদ্ধান্ত নেন। পাশাপাশি, অতিমারীর মোকাবিলায় ৫০ হাজার মার্কিন ডলার অর্থ সাহায্যও করেছিলেন।

আরও পড়ুন: দল বদল নিয়ে জল্পনা ছিলই, তারই মাঝে গুরুতর চোট পেলেন রোনাল্ডো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest