Site icon The News Nest

IPL 2022: অধিনায়কের নাম ঘোষণা RCB-র, কোহলির জুতোতে পা প্রোটিয়া তারকার

kohli statue rcb

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলির উত্তরসূরি কে? এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমর্থকদের কৌতূহল মেটাল আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত মেগা ইভেন্টে ঘোষিত হল দলের নয়া অধিনায়কের নাম। সঙ্গে উন্মোচিত হল আরসিবির নতুন জার্সিও।

কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে জল্পনা শুরু হয়। আর ২০২২ আইপিএল নিলামের পর থেকে সেই জল্পনায় যেন নতুন রং যুক্ত হয়েছে। কোহলির পরিবর্ত অধিনায়ক হিসেবে মূলত উঠে এসেছিল গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডু’প্লেসির নাম। শেষ পর্যন্ত ডু’প্লেসিকেই নেতার মুকুট পড়াল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি দলটি।

আরও পড়ুন: Rohit Sharma: নতুন ল্যাম্বোরগিনি কিনলেন রোহিত শর্মা, দাম শুনলে ঘুরবে মাথা

গত মরশুমে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন তিনি। তবে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দল। আর এবার টুর্নামেন্টের মেগা নিলামে ডু প্লেসিসকে ৭ কোটি টাকা দিয়ে কিনে নেয় আরসিবি। প্রোটিয়া বাহিনীকে ১১৫টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ফ্যাফের। যার মধ্যে ৮১টি ম্যাচ জিতেছে তাঁর দল। অধিনায়ক হিসেবে ৪০টি টি-টোয়েন্টির মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ২৫টিতে জিতিয়েছেন তিনি। তবে খেলায় ফোকাস করার জন্য ২০২০ সালে অধিয়ানকত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

কোহলির হাত ধরে ট্রফি পায়নি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি টিম। এমন কী এখনও পর্যন্ত আইপিএল ট্রফি অধরা আরসিবি-র। দেখার, অধিনায় ফাফ ডু’প্লেসি ব্যাঙ্গালোরের ভাগ্য ফেরাতে পারেন কিনা! প্রথম বার আইপিএল ট্রফি জয়ের স্বাদ এনে দিতে পারেন কিনা!

আরও পড়ুন: আবেগঘন পোস্টে ক্রিকেটকে বিদায় বিদায় জানালেন বিতর্কিত নায়ক S Sreesanth-এর

Exit mobile version