Site icon The News Nest

IPL 2022: ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, উদ্বোধনী ম্যাচে CSK-র মুখোমুখি KKR

ipl

২৬ মার্চ থেকে যে আইপিএল শুরু হতে চলেছে তা আগেই জানিয়েছিল বিসিসিআই। এ বার প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি প্রকাশ করল তারা। প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের ফাইনালিস্টরা। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইপিএল।

কলকাতা নাইট রাইডার্সের লিগ পর্বের সূচি:-
১. ২৬ মার্চ: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
২. ৩০ মার্চ: বনাম আরসিবি (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
৩. ১ এপ্রিল: বনাম পঞ্জাব (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
৪. ৬ এপ্রিল: বনাম মুম্বই (পুণে, ৭টা ৩০)
৫. ১০ এপ্রিল: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
৬. ১৫ এপ্রিল: বনাম হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৭. ১৮ এপ্রিল: বনাম রাজস্থান (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৮. ২৩ এপ্রিল: বনাম গুজরাট (ডিওয়াই পাতিল, ৩টা ৩০)
৯. ২৮ এপ্রিল: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১০. ২ মে: বনাম রাজস্থান (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১১. ৭ মে: বনাম লখনউ (পুণে, ৭টা ৩০)
১২. ৯ মে: বনাম মুম্বই (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১৩. ১৪ মে: বনাম হায়দরাবাদ (পুণে, ৭টা ৩০)
১৪. ১৮ মে: বনাম লখনউ (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)

এবারের আইপিএলের নিয়মে এসেছে একাধিক বদল। সে কথা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। যার মধ্যে ৭০টি ম্যাচ গ্রুপ পর্বের। মুম্বই এবং পুণে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল (IPL 2022)। ২০টি করে ম্যাচ পেয়েছে ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ১৫টি করে ম্যাচ হবে ব্র্যাবোর্ন ও MCA ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। প্রতিটা দল সাতটি করে হোম এবং সাতটি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এক-একটি দল পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দু’ বার করে খেলবে। বাকি চারটি দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে। তবে প্লে অফ এবং ফাইনালের নিয়মে বদল ঘটেনি। টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে। এবারের টুর্নামেন্টে মোট ১২টি ডাবল হেডার অর্থাৎ একদিনে দু’টি করে ম্যাচ রয়েছে। একটি বেলা সাড়ে ৩টে এবং অন্যটি শুরু সন্ধে সাড়ে ৭টায়।

Exit mobile version