IPL 2023: Lucknow Super Giants gift special memento to UP CM Yogi Adityanath

IPL 2023: যোগী আদিত্যনাথকে ধন্যবাদ এএলএসজি-র, টিমের সই করা ব্যাট উপহার মুখ্যমন্ত্রীকে

আইপিএল এ লখনউয়ের হোম ম্যাচ শেষ, এবার প্লে অফের পালা। শেষ ম্যাচে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার এলএসজি-র মালিক ডঃ সঞ্জীব গোয়েঙ্কার।

সুপার জায়ান্টসদের সকলের সই সমেত একটি ব্যাট উপহার দেওয়া হল যোগী আদিত্যনাথের হাতে। আইপিএল চলাকালীন সমস্ত রকম সহযোগিতার জন্য আদিত্যনাথকে ধন্যবাদও জানালেন ডঃ গোয়েঙ্কা।

এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল খেলছে এলএসজি। এই মুহূর্তে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে দলটি।

অন্যদিকে, পীযূষ চাওলা ঘরোয়া ক্রিকেটে খেলেন উত্তরপ্রদেশের হয়েই। কিন্তু আইপিএলে (IPL 2023) তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG) দলে নেই। খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। মঙ্গলবার তিনি ঘরের মাঠে খেললেন অ্যাওয়ে ম্যাচ। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হেরে গিয়েছে। তবে পীযূষ চাওলা রয়েছেন খোশমেজাজে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনারকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ।

চলতি আইপিএল – এ বল হাতে নজর কেড়ে চলেছেন পীযূষ। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। প্রমাণ করে দিয়েছেন, বয়স নিছকই সংখ্যা।