Site icon The News Nest

IPL 2023: সৌরভরা জেতায় আশা বাড়ল কেকেআরের, প্লে অফের অঙ্ক ঠিক কী?

kkr scaled

মঙ্গলবার লখনউয়ের (LSG) কাছে মুম্বইয়ের (MI) হারে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্লে অফে যাওয়ার আশা আরও ক্ষীণ হয়ে গিয়েছিল। বুধবার দিল্লি ক্যাপিটালসের (DC) কাছে পঞ্জাবের (PBKS) হারে ফের আশা তৈরি হল। প্লে অফে পৌঁছতে মুম্বই, পঞ্জাব, রাজস্থান (RR) এবং আরসিবির (RCB) হারের অপেক্ষা করছিল কেকেআর। কালকের হারে অনেকটাই পিছিয়ে গিয়েছে পঞ্জাব। তবে কলকাতাকে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। না হলে কেউ হারলেও কোনও লাভ হবে না।

১৩ ম্যাচের শেষে ১২ পয়েন্ট। আইপিএলের (IPL) পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। নেট রান রেটেও অনেক পিছিয়ে কেকেআর। নাইটদের নেট রান রেট -০.২৫৬। প্লে অফে ওঠার জন্য অলৌকিক কিছু দরকার কেকেআরের। এখন দেখা যাক কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

আইপিএলে একমাত্র দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হার্দিক পান্ডিয়াদের। বাকি কোনও দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই গুজরাত টাইটান্সের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে যাওয়া নিশ্চিত। শেষ ম্যাচে হারলেও।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পান্ডিয়াদের। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকতে হবে।

চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই চার দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস।

এদিকে কলকাতার জন্য আশঙ্কার কথা আবহাওয়া। সপ্তাহের শেষটায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নাইট শিবির কোনওভাবেই চাইবে না এই ম্যাচ বাতিল হোক কিংবা বিঘ্নিত হোক। কারণ রান রেট বাড়াতে হলে সেদিন বিশাল ব্যবধানে জিততে হবে তাদের। সমীকরণ কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে।

 

Exit mobile version