IPL 2023: Virat Kohli learns 'Jhoome Jo Pathaan' steps from Shah Rukh Khan after KKR beats RCB

IPL 2023: পরাজিত কোহলিকে ‘ঝুমে জো পাঠান’-এর তালে নাচালেন শাহরুখ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইডেনে প্রত্যাবর্তনের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জয় দেখে তিনি পা দোলাবেন না, তাও আবার হয় নাকি! শাহরুখ খান নাচলেন। তবে একা নয়। সঙ্গে নিলেন বিরাট কোহলিকে। যাঁর দলকে হারিয়ে ষোড়শ আইপিএলে প্রথম পয়েন্ট ঘরে তুলেছে কেকেআর।

বৃহস্পতিবারেরর ইডেনে শুধুই ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ক্ষান্ত থাকলেন না শাহরুখ। স্টেডিয়ামে তখন লাউড স্পিকারে বাজতে শুরু করল ‘ঝুমে জো পাঠান’ গান। শাহরুখের ভিআইপি বক্সের সামনে তখন দর্শকের উন্মাদনা তুঙ্গে। খেলা ভুলে তাঁরা গানের তালে পা মেলালেন। হাতে তাঁদের কেকেআর-এর পতাকা। নিজেকে আর ধরে রাখতে পারেননি পর্দার পাঠান। দর্শকদের উৎসাহ দিতে নিজেও পাঠানের বৈগ্রহিক স্টেপস করে দেখালেন। তা দেখে দর্শকদের উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ চড়ল।

আরও পড়ুন: Virat Kohli: অপেক্ষার অবসান, লুক বদলে আরসিবি-তে যোগ দিলেন ‘কিং কোহলি’

খেলা শেষ হতেই আবার দেখা গেল সেই স্টেপ।  ৮১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কেকেআর হারাতেই মাঠে প্রবেশ করলেন শাহরুখ। প্রথমে আলিঙ্গন করলেন রিঙ্কু সিংহ-সহ কেকেআর ক্রিকেটারদের। তারপরই এগিয়ে গেলেন কোহলির দিকে। আলিঙ্গন করলেন কোহলিকে। যিনি এদিন রান পাননি। ২১ করে সুনীল নারাইনের বলে বোল্ড হয়ে যান। কিন্তু দেশের সেরা বিনোদনকারীর সামনে মুখ কাঁচুমাঁচু করে কি দাঁড়িয়ে থাকার উপায় আছে! পারলেন না বিরাটও। শাহরুখ বিরাটকে আলিঙ্গন করলেন। তারপরই তাঁকে নিয়ে ঝুমে জো পাঠানের তালে নাচলেন। গ্যালারিতে অপেক্ষারত হাজার কয়েক সমর্থক যে দৃশ্য দেখে হাততালি দিয়ে স্বাগত জানালেন।

বৃহস্পতিবারের ইডেন নিরাশ করেনি বাংলার মানুষকে। তার সঙ্গে উপরি পাওনা ছিল শাহরুখ দর্শন। কেকেআর-এর পরের ম্যাচে ফের বাদশা হাজির হবেন কি না এখন তারই অপেক্ষা।

আরও পড়ুন: MS Dhoni: ১৪২৬ দিন পর নামলেন চিপকে, ধোনি- ধোনি রবে মুখরিত গোটা মাঠ

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest