Site icon The News Nest

IPL 2024: লোকসভা ভোটের সঙ্গেই আইপিএল! দিন ঘোষণা চেয়ারম্যানের

IPL Trophy BCCI News 570 850

২২ মার্চ থেকে শুরু হতে চলেছে IPL 2024। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারণ নির্বাচন সত্ত্বেও, পুরো টুর্নামেন্টটি শুধুমাত্র ভারতে খেলা হবে।

IPL চেয়ারম্য়ান অরুণ ধুমাল একটি সাক্ষাৎকারে জানিয়ে দেন, ১৭ তম IPL শুরু হবে ২২ মার্চ থেকে। প্রথম ম্যাচটা হবে চেন্নাইতে। নিয়ম অনুযায়ী, প্রথম ম্য়াচে মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট দুই দল অর্থাৎ, চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। এমএ চিদাম্বরকম স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ।

লোকসভার জন্য মোট দুটো ভাগে হবে IPL। অরুণ ধুমাল জানান, IPL-এর প্রথম ১৫ দিনের সূচি আগে ঘোষণা করা হবে। এরপরের সূচি জানানো হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর।এতদিন শোনা গিয়েছিল ২৩ মার্চ শুরু হবে ১৭তম আইপিএল। এ বার সংবাদ সংস্থা পিটিআইকে অরুণ ধুমাল বলেছেন, ‘আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।’

এর আগে ২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতে নির্বাচন থাকার পরও দেশেই আইপিএল হয়েছিল। ফলে এ বারও দেশের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হলে কিছু অবাক হওয়ার থাকবে না। উল্লেখ্য, শোনা যাচ্ছে ২৬ মে এ বারের আইপিএলের ফাইনাল হবে। কারণ আইপিএলের পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে ৫ জুন। ফলে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেশ-বিদেশের ক্রিকেটারদের জন্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হতে চলেছে।

Exit mobile version