IPL-নিলামে মধ্যে নজর কাড়লেন শাহরুখ খান। না, না…KKR কর্ণধার নন। এই শাহরুখ তরুণ ভারতীয় ক্রিকেটার। পঞ্জাব কিংস ৫ কোটি ২৫ লাখ টাকায় দলে নিল এই তরুণ ক্রিকেটারকে।
ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন তামিলনাড়ুর ক্রিকেটার শাহরুখ খান। টি-২০ ক্রিকেটে ৩১ টি ম্যাচে ২৯৩ রান রান রয়েছে তাঁর। স্ট্রাইক রেট ১৩১। এদিন শাহরুখ খানকে ঘিরেই জমে উঠল আইপিএলের নিলামের দরাদরি৷ দিল্লি ক্যাপিটাল্স দর হাঁকতে শুরু করেছিল , তাদের সঙ্গে আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ঝড়ের গতিতে ২ কোটি টাকা মার্ক পার হয়ে যায় তাঁর দাম৷
আরও পড়ুন: IPL Auction: আইপিএল ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার মরিস! ভেঙে দিলেন সব রেকর্ড
দিল্লি পিছু হঠতেই আসরে নামে পঞ্জাব কিংস৷ একবারের আইপিএল খেতাব জয়ীরা একে দলে নিতে একেবারে কোমরে দড়ি বেঁধে আসরে নেমে পড়ে৷ আরসিবি শেষ বিড করে ৫ কোটি টাকা৷ আর সবচেয়ে বেশি দাম তুলে শাহরুখকে দলে পেয়ে যায় পঞ্জাব৷ তারা দর তোলে ৫,২৫ কোটি৷পিকে-র অন্যতম কর্ণধার শাহরুখ খানকে কিনে নেওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্সের নিলামে টেবলের দিকে ঘুরে যান এবং এক দারুণ মুখভঙ্গি করেন৷ কারণ কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান ৷ দেখে নিন ঠিক কী করেছিলেন প্রীতি জিন্টা৷ দেখে নিন সেই ভিডিও…
When you get a certain "Shahrukh Khan" in your side 😉😉 @PunjabKingsIPL @Vivo_India #IPLAuction pic.twitter.com/z4te9w2EIZ
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
শাহরুখ খান ছাড়াও পাঞ্জাব কিংস এদিন নিলামে কিনেছে ঝায়ে রিচার্ডসন (১৪ কোটি) এবং রিলি মেরেডিথকে (৮ কোটি)। এছাড়াও ডেভিড মালানের জন্য নিলামে বিডিং করে ১.৫ কোটি টাকার বেস প্রাইসে ইংরেজ তারকাকে কেনে পাঞ্জাব।
আরও পড়ুন: IPL Auction 2021: KKR-এ প্রত্যাবর্তন ‘লাকি চার্ম’ শাকিবের, দলে এল হরভজন -করুণ নায়ার