IPL Auction 2022: Live updates of the 1st day of auction

IPL Auction 2022 LIVE: কেকেআরে শ্রেয়স-কামিন্স, সাড়ে ৮ কোটিতে রাজস্থানে হেটমায়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আইপিএলের পঞ্চদশ সংস্করণের মেগা নিলাম পর্ব শুরু বেঙ্গালুরুতে। উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডের শীর্ষ কর্তারা। মোট ৬০০ জন ক্রিকেটার আগামী দু’দিনে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। এর মধ্যে দল পেতে পারেন সর্বোচ্চ ২১৭ জন। ১০টি দল কোটি কোটি টাকা নিয়ে অপেক্ষায়। 

  • ৪ কোটি ৪০ লক্ষে ব্রাভোকে ফের কিনে নিল চেন্নাই।
  • স্মিথ অবিক্রীত।
  • রায়না অবিক্রীত।
  • ৭ কোটি ৭৫ লক্ষে দেবদত্ত পাড়িক্কলকে কিনল রাজস্থান।
  • ২ কোটিতে জেসন রয়কে কিনল গুজরাত।
  • রবিন উথাপ্পাকে ২ কোটি টাকায় কিনল চেন্নাই।
  • ৮ কোটি ৫০ লক্ষে শিমরন হেটমেয়ারকে কিনল রাজস্থান।
  • ৪ কোটি ৬০ লক্ষে মণীশ পাণ্ডে লখনউয়ে।
  • ৬ কোটি ২৫ লক্ষে দিল্লি কিনে নিল ওয়ার্নারকে।
  • ৬ কোটি ৭৫ লক্ষে লখনউয়ে কুইন্টন ডি’কক।

আরও পড়ুন: Happy Birthday Ronaldo-Neymar : রোনাল্ডো ৩৭ – নেইমারের ৩০

  • ৭ কোটি টাকায় ডুপ্লেসি গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
  • ৬ কোটি ২৫ লক্ষে মহম্মদ শামিকে কিনল গুজরাত টাইটান্স।
  • ১২ কোটি ২৫ লক্ষে শ্রেয়স আয়ারকে নিল কলকাতা।
  • ৮ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে কিনল রাজস্থান।
  • ৯ কোটি ২৫ লক্ষে পঞ্জাব কিনল কাগিসো রাবাডাকে।
  • ৭ কোটি ২৫ লক্ষে প্যাট কামিন্সকে কিনল কেকেআর। শুরু থেকেই কামিন্সের পিছনে পড়েছিল কলকাতা। শেষমেশ তুলে নিল তারা।
  • ৫ কোটি টাকায় অশ্বিনকে কিনে নিল রাজস্থান রয়্যালস।
  • ৮ কোটি ২৫ লক্ষে শেখর ধাওয়ানকে কিনল পঞ্জাব কিংস। দিল্লি এবং রাজস্থানের মধ্যে লড়াই হয়। পরে যোগ দেয় পঞ্জাব।

আরও পড়ুন: IPL Auction 2022: আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিন্টা, স্পষ্ট জানিয়ে দিলেন কারণ

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest