Site icon The News Nest

এবার কিংবদন্তি ফুটবলারের প্রাণ কেড়ে নিল করোনা

ওয়েব ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরাকের ফুটবল কিংবদন্তি আহমেদ রাদি।১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে গোল করে রাতারাতি তিনি দেশবাসীর কাছে নয়নের মণি হয়ে উঠেছিলেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে ইরাকের একমাত্র গোল এসেছে তাঁর পা থেকেই। এমন কিংবদন্তিকে কেড়ে নিল করোনাভাইরাস। 

ইরাকের মানুষ তাঁকে জাতীয় বীরের সম্মান দিতেন। ৫৬ বছর বয়সী রাধি ইরাকের ইতিহাসের সেরা ফুটবলার। ইরাকের স্বাস্থ্যমন্ত্রী তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : দশ গোল খেয়ে গোলকিপার ম্যান অব দ্য ম্যাচ, অবাক কাণ্ড!

গত সপ্তাহে করোনা টেস্টে পজিটিভ হন রাধি। এর পর তাঁকে বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টা পর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। 

এর পর আর চিকিৎসায় সাড়া দিচ্ছেলেন না তিনি। রাধিকে উন্নত চিকিত্সা পরিষেবা দেওয়ার জন্য জর্ডনে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু রবিবার তিনি মারা যান।  

১৯৮৪ এবং ১৯৮৮ সালে গালফ কাপ জিতেছিল ইরাক। এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে তিনি গোল করলেও বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যায় ইরাক। সেবার কোনও পয়েন্ট সংগ্রহ না করেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় ইরাক।

২০০৬ সালে যুদ্ধবিধ্বস্ত ইরাক থেকে সপরিবারে জর্ডনের রাজধানী আম্মানে চলে আসেন তিনি। এক বছর পর আবার ফিরে যান ইরাকে। রাজনীতিতে নাম লেখান। কিন্তু ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে হেরে যান। তাঁর প্রয়াণে কাঁদছে গোটা ইরান। শোক ক্রীড়ামহলেও।

আরও পড়ুন : করোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা

Exit mobile version