Jamieson tries to seduce team's female massage therapist, claims netizens after seeing viral pictures

দলের মহিলা মাসাজ থেরাপিস্টকে পটানোর চেষ্টা করছেন জেমিসন, ভাইরাল ছবি দেখে দাবি নেটিজেনদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

খেলা চলছে মাঠে। ডাগআউটে দলের মহিলা ম্যাজাস থেরাপিস্টকে পটানোর চেষ্টা করছেন কাইল জেমিসন। আরসিবির তারকা অল-রাউন্ডারের ভাইরাল ছবি দেখে প্রকারান্তরে এমনটাই দাবি নেটিজেনদের।আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচ চলাকালীন ডাগআউটে নিউজিল্যান্ডের তারকা অল-রাউন্ডারের একটি ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্যাডআপ করে নিজের ব্যাটিংয়ের অপেক্ষায় ডাগআউটে বসে থাকার সময় কাইল জেমিসনকে দেখা যায়, তিনি দলের মহিলা ম্যাসাজ থেরাপিস্ট নবনীতা গৌতমের দিকে তাকিয়ে হাসছেন। নবনীতাকেও মিস্টি হাসিতে পালটা দিতে দেখা যায়।

এমন ঘটনা ক্যামেরাবন্দি হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় মজাদার সব মন্তব্য উড়ে আসতে থাকে। এমন চোখে-চোখে কথা বলার ছবি দেখে কেউ মন্তব্য করেন, ‘কলেজ ক্যান্টিনে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট প্রথম বর্ষের ছাত্রীকে পটানোর চেষ্টা করছেন।’ কেউ আবার পরিচিত এক বিজ্ঞাপনী প্রচারের ট্যাগলাইন ব্যবহার করে মন্তব্য করেন, ‘মেন উইল বি মেন’।

একজন ক্রিকেটপ্রেমী টুইট করেন, ‘অপনার দল মাঠে সমস্যার মধ্যে রয়েছে। আপনি ডাগআউটে স্কোর করছেন। দারুণ খেলছেন জেমিসন।’ আরেকজনের দাবি, ‘কেকেআর ম্যাচে নয়, জেমিসন আগ্রহী মাঠের বাইরের অন্য ম্যাচে।’আরেক অনুরাগী টুইট করেন, ‘আরসিবি ম্যাচ হারতে পারে, তবে জেমিসন নিশ্চিতভাবেই কিছু জিতলেন।’

আরও পড়ুন : মাত্র ৮ বছর বয়সেই বাজিমাত, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে নজির ভারতীয় খুদের

আরও পড়ুন : খাসির মাংসের থেকে চেয়ে সস্তা, এবার উটপাখি খাবার তোড়জোড় শুরু বাংলাদেশে !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest