এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন বিসিসিআই সচিব জয় শাহ। শনিবারই টুইট করে এ খবর জানালেন বোর্ডের (BCCI) কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। অর্থাৎ এশিয়া ক্রিকেটের সর্বেসর্বা হয়ে গেলেন অমিতপুত্র।
নিয়ম অনুযায়ী বিসিসিআই সচিব হিসেবে মেয়াদ শেষ হয়েছে জয় শাহর। সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর মেয়াদ বাড়ানোর জন্য আদালতে যে আবেদন করা হয়েছে ভারতীয় বোর্ডের তরফে, এখনও তার শুনানি হয়নি। আদালতের রায়ের উপর নির্ভর করছে বিসিসিআইয়ে জয় শাহর ভবিষ্যৎ। আপাতত তিনি রয়ে গিয়েছেন পদে।ভারতীয় বোর্ডে আরও দীর্ঘমেয়াদী ভিত্তিতে জয় শাহ টিকে থাকবেন কিনা, সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যেই আরও বড়সড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন বিসিসিআই সচিব।
আরও পড়ুন: বিমান সফরে হার্দিক পান্ডিয়ার নতুন সঙ্গী, দেখুন ছবি…
বাংলাদেশের নাজমুল হাসানের পরিবর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির হলেন ৩২ বছরের জয়। এত কম বয়সে আর কেউ কখনও এশিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হননি। জয় বলেছেন, ‘একটা বড় দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, শুধু সিনিয়র ক্রিকেটকেই ফোকাস করা হয়। কিন্তু আমি শুধু তাতেই আটকে থাকতে চাই না। এসিসি বয়সভিত্তিক ক্রিকেকটেও সমান গুরুত্ব দেব। পাশাপাশি মেয়েদের ক্রিকেট যাতে এশিয়ায় আরও বেশি ছড়িয়ে পড়, সেটাও দেখব।’
NEWS : Mr Jay Shah, Hon. Secretary, BCCI appointed Asian Cricket Council President.
More details here – https://t.co/9XHTgZgBii pic.twitter.com/kjI8YnyTc1
— BCCI (@BCCI) January 30, 2021
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির মেয়াদ দু’বছর। চব্বিশ সদস্যের এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নেতৃত্ব দেবেন জয়।এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে এসেই জয় শাহর সামনে এখন নয়া চ্যালেঞ্জ। এশিয়া কাপ আয়োজনের চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। ভারত-পাকিস্তান দ্বৈরথকে কেন্দ্র করে দু’দেশের কূটনৈতিক টানাপোড়েন বরাবরই সামনে এসেছে। এশিয়া কাপ আয়োজন তাই কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে জয় শাহর কাছে। করোনাভাইরাসের কারণে গতবছর এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারেনি। তার পরিবর্তে এ বছর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।
বিসিসিআইয়ের তরফেও বিজ্ঞপ্তি জারি করে শাহকে অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমলও।
আরও পড়ুন: চিকিৎসকদের পরামর্শে কেবিনে হাঁটাচলা, রবিবার সকালে বাড়ি ফেরার সম্ভাবনা সৌরভের