Site icon The News Nest

প্রথম ভারতীয় হিসেবে এফ-২ রেস জিতে তেরঙা ওড়ালেন জেহান

daruvala

নারায়ণ কার্তিকেয়নের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। হ্যাঁ, ভারতের বুকে এই ফর্মুলা ওয়ান ড্রাইভারের হাত ধরেই জনপ্রিয় হয়েছিল মোটর রেসিং। তারপর ধীরে ধীরে সময় এগিয়েছে সারা বিশ্বের মতো ভারতেও জনপ্রিয় হয়েছে মোটর রেসিং। এবার প্রথম ভারতীয় হিসেবে বাহারিনের বুকে এফ-২ রেস জিতে নজির গড়লেন জেহান দারুওয়ালা।

এফ-২ চ্যাম্পিয়ন মিক শুমাখার এবং ড্যানিয়েল টিকটামের সঙ্গে তুল্যমূল্য লড়াই চালিয়ে শাখির গ্রাঁ-পি’র খেতাব জেতেন ২২ বছরের জেহান। প্রসঙ্গত রায়ো রেসিংয়ের হয়ে এই প্রতিযোগিতায় খেলছিলেন তিনি। গ্রিডে টিকটাম প্রথম স্থানে এবং জেহান দ্বিতীয় স্থান থেকে শুরু করেন।

রেস শুরুর পরে জেহান, শুমাখার এবং টিকটামের ত্রিমুখী লড়াই জমে উঠেছিল। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি ছিলেন না। কোনও সময় শুমাখাররা এগোচ্ছিলেন, তো কোনও সময় জেহান সবাইকে পিছনে ফেলছিলেন। ১০ ল্যাপ বাকি থাকতে জেহান লিড নেন এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই বাজিমাত করেন। তার জাপানি টিমমেট ইয়ুকি সুনোডা দ্বিতীয় এবং টিকটাম তৃতীয় স্থানে শেষ করে।

 

 

 

Exit mobile version