Jhulan Goswami to play her farewell match against England at Lord's on 24th September

Jhulan Goswami: ক্রিকেটকে ‘বাই বাই’ ঝুলনের! লর্ডসে খেলবেন বিদায়ী ম্যাচ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মিতালি রাজ। এবার জাতীয় দলের জার্সিকে আলবিদা বলতে চলেছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। আগামী মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই হতে চলেছে ভারতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।

গতকাল (১৯ অগস্ট) রাতেই ইংল্যান্ড সফরের ওয়ান ডে দলে ফেরেন বাংলার পেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সেপ্টেম্বরে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ান ডে এবং টি-২০ সিরিজ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সিরিজের ওয়ান ডে দলে রয়েছেন ঝুলন। আজ, শনিবার বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের মাঠে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচই হয়তো হবে ভারতের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) কেরিয়ারের শেষ ম্যাচ।

আরও পড়ুন: CWG 2022: সোনার দৌড় অব্যাহত ভারতীয়দের, বক্সিংয়ে এ বার স্বর্ণপদক নিখাতের

একদিনের বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে ছিলেন ঝুলন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও ভারতীয় দলে ছিলেন না ৩৯ বছরের ঝুলন। টিম ইন্ডিয়ার জার্সি চাপিয়ে শেষ ঝুলন মাঠে নেমেছিলেন ২২ মার্চ। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের সেই ম্যাচে ২টি উইকেট নিয়েছিলেন ঝুলন।

ফের একদিনের দলে ডাক পাওয়াকে ঝুলনের কামব্যাক হিসেবেই ধরে নিয়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু বাস্তবে ছবিটা একটু অন্যরকম। তিন ম্যাচের এই সিরিজই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ সিরিজ। দেশের হয়ে প্রায় ২০০টি ওয়ানডে খেলে ফেলা ঝুলন এবার কেরিয়ারে ইতি টানছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৩৫২টি উইকেট তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট প্রাপক হিসেবেই অবসর নেবেন তিনি। ২০১৮ সালে শেষবার টি-২০ খেলেছিলেন তিনি। গতবছর অক্টোবরে খেলেছিলেন কেরিয়ারের শেষ টেস্ট।

আরও পড়ুন: Badru Banerjee: শেষ ২৪ দিনের লড়াই, প্রাক্তন অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায় প্রয়াত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest