Site icon The News Nest

মেডেল জিততে পারলেন না কমলপ্রীত, লড়াই থামল ৬ নম্বরে

kamalpreet

ডিসকাস থ্রো’য়ে ভারতের তারকা অ্যাথলিট সীমা পুনিয়া যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হলেও দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন কমলপ্রীত কউর। ৬ রাউন্ডের ফাইনালে ১২ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। তৃতীয় রাউন্ডের পর বাদ পড়েন চারজন। শেষমেশ কমলপ্রীত ফাইনালের লড়াই শেষ করেন ৬ নম্বরে থেকে।

প্রথম প্রচেষ্টা:- ফাইনালে প্রথম প্রচেষ্টায় কমলপ্রীত ৬১.৬২ মিটার দূরত্বে থ্রো করেন। প্রথম রাউন্ডের শেষে ভারতীয় তারকা ৬ নম্বরে থাকেন। ৬৮.৯৮ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে এক নম্বরে রয়েছেন আমেরিকার ভালারি অলম্যান। দু’নম্বরে রয়েছেন কিউবার ইয়াইম পেরেজ। তিনি ৬৫.৭২ মিটার দূরে থ্রো করেন। তৃতীয় স্থানে  রয়েছেন জার্মানির ক্রিশ্চিন পাডেঞ্জ। তিনি ৬৩.০৭ মিটার দূরে থ্রো করেছেন।

সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. পেরেজ- ৬৫.৭২ মিটার
৩. ক্রিশ্চিন- ৬৩.০৭ মিটার
৬. কমলপ্রীত-৬১.৬২ মিটার

দ্বিতীয় প্রচেষ্টা:- দ্বিতীয় প্রচেষ্টায় ফাউল থ্রো করেন কমলপ্রীত। সুতরাং প্রথম প্রচেষ্টার ৬১.৬২ মিটারই এখনও পর্যন্ত ফাইনালে তাঁর সেরা ফল। ভারতীয় তারকা পিছিয়ে গিয়েছেন সাত নম্বরে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কোনও বদল হয়নি। তবে ক্রিশ্চিন দূরত্ব বাড়িয়ে নিয়েছেন ৬৫.৩৪ মিটারে।

সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. পেরেজ- ৬৫.৭২ মিটার
৩. ক্রিশ্চিন- ৬৫.৩৪ মিটার
৭. কমলপ্রীত-৬১.৬২ মিটার

Exit mobile version