টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) বুধবার কুস্তিতে (Indian Wrestler) ভারতের জন্য দিনটা ভালই গিয়েছে। পুরুষদের ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠেছেন রবি কুমার দাহিয়া। কিন্তু সেই লড়াইয়ের কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে (Ravi Kumar Dahiya)ছে। যেখানে দেখা যাচ্ছে প্রতিপক্ষ কুস্তিগীর (Kazakhstan Wrestler Biting) দীর্ঘক্ষণ ধরে রবি কুমারের হাত কামড়ে ধরে রাখে। যদিও তাতে একচুলও জমি ছাড়েননি রবি কুমার। ফাইনালে পৌঁছে রবি কুমার ইতিমধ্যেই দেশের জন্য পদক পাকা করে নিয়েছেন। এবার সকলের নজর ফাইনালে।
সেমিফাইনাল কড়া টক্করের মধ্যে দিয়ে জয় পান রবি কুমার দাহিয়া। একসময় দেখা যায় প্রতিপক্ষ খেলোয়াড় কাজাখিস্তানের নুরিস্লাম সানায়েব রবিকে নিজের ওপর থেকে সরানোর জন্য তাঁর হাতে কামড়ে দিচ্ছেন। কিন্তু তারপরেও লড়াই চালিয়ে যান দহিয়া। তবে ম্যাচের শেষ মুহূর্তে কাজাখ তারকার কামড়ও লক্ষ্য থেকে টলাতে পারেনি রবি কুমারকে। নিজের হোল্ড কোনভাবেই ছাড়েননি তিনি। এহেন অখেলোয়াড়সুলভ আচরণের বিরুদ্ধে এখনও অবধি ভারতীয় কুস্তি দল কোনরকম নালিশ জানায়নি। কিন্তু এই বিতর্ক এখানেই থামার নয়। কীভাবে এই ঘটনা রেফারির নজর এড়িয়ে গেল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
Indian wrestler Ravi Kumar Dahiya was bitten by Kazakhstan's wrestler Nurislam Sanayev in semi-final at Olympics. @Olympics @ianuragthakur @PMOIndia @narendramodi pic.twitter.com/Lovgl1v2rU
— Mayank Sodha (@Sodha_Mayank) August 5, 2021
আরও পড়ুন: Tokyo 2020: বন্ধু প্রীতি! হাইজাম্পে সোনা ভাগাভাগি করে নিলেন দুই অ্যাথলিট!
অবশ্য় কামড়ের ঘটনা এবারের অলম্পিক্সে এই প্রথম নয়। এর আগেও হেভিওয়েট বক্সিং বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজয়ের মুখে দাঁড়িয়ে থাকা মরক্কোর ইউনেস বাল্লা, তাঁর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ডেভিড নায়কাকে কামড়ে দেন। ঘটনাটি রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় বাল্লার সেইসময় কোন শাস্তিই হয়নি। সামায়েভের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া হয় কিনা, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Tokyo Olympics: ব্রোঞ্জ জিতে অলিম্পিক্স হকিতে সবথেকে বেশি পদক জয়ের রেকর্ড গড়ল ভারত