Site icon The News Nest

IPL 2020: আবু ধাবিতে KKR শিবির, উঁকি দিন রাজকীয় হোটেলের অন্দরমহলে…

HOTEL

ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গিয়েছে আইপিএলের প্রায় সব দল। নিজেদের হোটেলেও পৌঁছে গিয়েছে তারা। যদিও এখনও বায়ো বাবলের মধ্যে ঢুকতে হয়নি ক্রিকেটারদের। তাই কিছুটা খোলা মনে রয়েছেন তাঁরা। আবু ধাবিতে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। সেখানকার হোটেলের অন্দরের ছবি শেয়ার করল কেকেআর ক্যাম্প।

ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গিয়েছে আইপিএলের প্রায় সব দল। নিজেদের হোটেলেও পৌঁছে গিয়েছে তারা। যদিও এখনও বায়ো বাবলের মধ্যে ঢুকতে হয়নি ক্রিকেটারদের। তাই কিছুটা খোলা মনে রয়েছেন তাঁরা। আবু ধাবিতে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। সেখানকার হোটেলের অন্দরের ছবি শেয়ার করল কেকেআর ক্যাম্প।

করোনা সংক্রমণের জেরে এবছর আইপিএল হচ্ছে আমিরশাহীতে। মূলত শারজা, আবু ধাবি আর দুবাই এই তিনটি মাঠে হবে খেলা। আর তার জন্য আটটি ফ্র্যাঞ্চাইজিকে আলাদা আলাদা হোটেলে ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই কেকেআরের বেসক্যাম্প এবার আবু ধাবি। বৃহস্পতিবারই সেখানে পৌঁছে গিয়েছেন দীনেশ কার্তিকরা। যদিও বর্তমানে ভারতীয়রাই বেশি। কিছু বিদেশি ক্রিকেটার অবশ্য যোগ দিয়েছেন।দেখে নেওয়া যাক নাইটদের ‘হোম অ্যাওয়ে ফ্রম হোম’এর ছবি। হোটেলে টিম রুমের যে ছবি নাইটরা পোস্ট করে টুইটারে, তা দেখে বোঝা মুশকিল কেকেআরকে দেশের বাইরে আইপিএল খেলতে হচ্ছে। বরং, ঝকঝকে চেহারায় নাইটদের জন্য এমনভাবে সাজানো হয়েছে টিম রুম, যাতে দলগত ঐক্য অনুভূত হয় হোটেলের আবহেই।

আরও পড়ুন: করোনা পরবর্তী ক্রিকেটের নয়া পরিভাষা ‘বায়ো বাবল’!

 

ব্র্যান্ডিংয়ের দিকে সযত্নে নজর রাখা হয়েছে। ক্রিকেটারদের অবসর সময় কাটানোর পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে টিম রুমে। নিজেদের বাড়তি সময়ে বিলিয়ার্ডস বোর্ড, টেবিল টেনিস, ইন্ডোর সকারে মেতে থাকতে পারবেন নাইটরা।হোটেলে ঢোকার মুখে নিরাপত্তা নিয়ে কোনও আপোষ করা হয়নি। প্রত্যেককে যথাযথ পরীক্ষার পরেই হোটেলে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।টিম হোটেলেই লাগানো রয়েছে স্মরণীকা। এর আগেও ২০১৪ সালে আইপিএলের জন্য নাইটদের পা পড়েছিল আবু ধাবিতে, সেকথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিলবোর্ডে।

গত দুই মরসুমের ব্যর্থতা ভুলে এবার ভাল ফল করার জন্য মুখিয়ে নাইটদের অধিনায়ক দীনেশ কার্তিকও। দলে বেশ কিছু ভাল ক্রিকেটার রয়েছেন, যাঁরা নাইটদের হয়ে ভাল পারফর্ম করতে পারেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। চলবে ৫৩ দিন। ১০ নভেম্বর হবে ফাইনাল। আমিরশাহী যাওয়ার পরে পাঁচবার কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়ার পরে বায়ো বাবলের মধ্যে ঢুকে পড়তে হবে ক্রিকেটারদের। তাই হাতে সময় নিয়েই সব দল সেখানে পৌঁছচ্ছে।

আরও পড়ুন: ব্যর্থ নেইমারদের লড়াই, ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতল বায়ার্ন

Exit mobile version