Kl rahul ruled out of test series against new zealand due to injury suryakumar yadav to replace

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত টেস্ট সিরিজের ভারতীয় দল, ছিটকে গেলেন ভারতের সুপারস্টার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কানপুরে প্ৰথম টেস্টে নামার আগেই দুঃসংবাদ। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। তাঁর বদলে দলে এলেন সূর্যকুমার যাদব।

কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন রাহুল। চেনা ছন্দেই দেখা গিয়েছিল ভারতীয় ওপেনারকে। তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। তবে টেস্টে তাঁকে পাওয়া যাবে না বলেই জানিয়ে দিল বিসিসিআই। বাম ঊরুতে পেশির টানে কাহিল হয়ে পড়েছেন রাহুল। এই চোটের জন্যই তাঁকে বাদ দিয়ে দল সাজানো হল। প্রথমে মনে করা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়তো শুধু প্রথম টেস্টেই খেলতে পারবেন না তিনি। তবে ১৬ জনের ভারতীয় দল ঘোষণা করে বিসিসিআই নিশ্চিত করে দিল যে টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভ রাহুল।

২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে ৩ ডিসেম্বর থেকে। আর এই দুই টেস্টে রাহুলের পরিবর্তে দলে সুযোগ পেলেন সূর্যকুমার যাদব। গত বছর তিনি দলে ডাক পেলেও এখনও পর্যন্ত টেস্টে অভিষেক ঘটেনি সূর্যকুমারের। বিশ্রামে থাকা রোহিত শর্মা এবং চোটগ্রস্থ রাহুলের অনুপস্থিতিতে ওপেন করতে পারেন ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমন গিল।

একনজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল: (দ্বিতীয় টেস্টে দলে যোগ দেবেন বিরাট কোহলি)
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest