ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ্বের গুঞ্জন বেশ পুরোনো। ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদেরও দেখা গেছে কোহলি-রোহিতের মধ্যকার অমিল নিয়ে কথা বলতে। এবার সেই গুঞ্জন মেললো নতুন ডানা। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে নতুন তথ্য।
সংযুক্ত আরব আমিরশাহীতে (United Arab Emirates) আয়োজিত বিশ্বকাপের পরই টি-২০-র অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবারই টুইটারে এই ঘোষণা করেছেন বিরাট। সেই সঙ্গে ছড়িয়ে পড়ল এক চাঞ্চল্যকর গুঞ্জন। বিরাট নাকি বোর্ডের নির্বাচন কমিটির কাছে আরজি জানিয়েছেন, দলের সীমিত ওভারের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হোক রোহিত শর্মাকেও (Rohit Sharma)!
ক্রিকট্র্যাকারে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ওয়ানডে ক্রিকেটে রোহিতের জায়গায় সহ-অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল এবং টি-টোয়েন্টিতে রিশাভ পান্তের নাম সুপারিশ করেছেন কোহলি। এর পেছনে অবশ্য ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণ নয়। মূলত রোহিতের বয়স ৩৪ হয়ে যাওয়ায় এখন তুলনামূলক তরুণ কাউকেই দেখতে চাইছেন কোহলি।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে হেড কোচ রবি শাস্ত্রী ও বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে নিয়েছেন কোহলি। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটার জয় শাহ এবং দলের নির্বাচকদেরও জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা।
সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব অনেক দিন ধরেই বিরাটের কাছে ‘কাঁটা’ হয়ে উঠেছিল। মনে করা হচ্ছিল, টি২০ বিশ্বকাপে ভারত না জিতলে বিরাটের অধিনায়কত্ব যাওয়া একেবারে নিশ্চিত। সম্ভবত সেই কারণেই আগেভাগে নেতৃত্ব ছেড়ে দিয়ে নিজের উপরেই চাপ কমাতে চাইছেন বিরাট। তবে তিনি জানিয়ে দিয়েছেন, বাকি দুই ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান তিনিই। ছাড়বেন কেবল টি২০ অধিনায়কত্বই। এদিকে ২০২৩ সাল পর্যন্ত ভারত খেলবে মাত্র ২০টি টি২০ ম্যাচ। যা থেকে পরিষ্কার, চাপ কমানোই মূল লক্ষ্য বিরাটের।