বাঁচাতে হবে বইপাড়াকে, বিধ্বস্ত কলেজ স্ট্রিটের জন্য ২.৫ লক্ষ অনুদান কিং খানের!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সুপার সাইক্লোন আমফান রাতারাতি বদলে দিয়েছিল শহর কলকাতা বইপাড়ার ছবিটা। জলে ভেসে গিয়েছিল লক্ষাধিক বই। বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েন বই ব্যবসায়ী ও প্রকাশকরা। কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব? ভেবেই যেন কূল পাচ্ছিল না বইপাড়া। ঠিক তখনই শাহরুখ খান মনে করিয়ে দিলেন, ‘ম্যায় হুঁ না।’ কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী বইপাড়াকে নতুন করে সাজিয়ে তুলতে আর্থিক সাহায্য করল কিং খানের ফ্র্যাঞ্চাইজি KKR।

কেকেআর দলের সিইও টুইটে জানিয়েছেন সেকথা। টুইট করেন বোরিয়া মজুমদারও। টুইটে কেকেআর দলকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আরও যারা নিজেদের সাধ্যমত বইপাড়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান বোরিয়া মজুমদার।

আরও পড়ুন: T20 বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ক্রিকেট অস্ট্রেলিয়ার, খুলতে পারে IPL-এর ভাগ্য

আমফানে ক্ষতবিক্ষত কলকাতার পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে কিং খানের ফ্র্যাঞ্চাইজি । মীর ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে রাজ্যের ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।আমফান মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে KKR । এর আগে করোনা-পরিস্থিতি মোকাবিলায় পিপিই কিট-সহ অনুদান রাজ্য সরকারের হাতে তুলে দেয়কিং খানের ফ্র্যাঞ্চাইজি । এছাড়াও জুহি চাওলার নেতৃত্বে ঘূর্ণিঝড় বিধ্বস্ত শহরে পাঁচ হাজার গাছের চারা লাগানোর প্রতিশ্রুতি দেয়। এর আগেও জুহির নেতৃত্বে কেকেআর কলকাতায় গাছ লাগানোর কাজ করেছে।

কেকেআর সহায়তা বাহন, উপকূলবর্তী বিধ্বস্ত এলাকায় কাজ করেছিল দলটি। কলকাতা, দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ায় কেকেআর। বাড়ি বাড়ি রেশন এবং স্বাস্থ্য সংক্রান্ত সামগ্রী পৌঁছে দিয়েছিলেন দলের সদস্যরা।

আরও পড়ুন: খুশির হাওয়া অসমে, রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হিমা দাস

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest