La Liga 2020-21: দুরন্ত ফ্রি-কিক, মেসি, গ্রিজম্যানের জোড়া গোলে বড় জয় বার্সার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লা লিগার ম্যাচে বড় জয় পেল বার্সেলোনা। ভালো ফর্মে খেলতে দেখা গেল আর্জেন্তিনার কিংবদন্তি লিওনেল মেসিকে। মেসি ও আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে বড় জয় পেল বার্সেলোনা। গ্রানাদাকে হারাল ৪-০ গোলে।

সেই জয়ের ফলে লা লিগায় টানা তিন ম্যাচে জয় পেল কাতালানের ক্লাবটি। গ্রানাদার ঘরের মাঠ স্তাদিও নুয়েভো লস কার্মেনেসে শেষবার যখন খেলেছিল বার্সেলোনা, সেবার সময়টা সুখকর ছিল না বার্সেলোনার। সেবার ম্যাচটা হেরে গিয়েছিল ২-০ গোলে। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিলেন মেসিরা। লা লিগায় শেষ জু’ম্যাচে জয়ের ফলে বার্সা পয়েন্ট টেবিলে অনেকটা উপরে উঠে এসেছে। ম্যাচের ১২ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন আঁতোয়া গ্রিজম্যান।

আরও পড়ুন: সুস্থ আছি, আশা করছি দ্রুত কাজে ফিরতে পারবো; হাসপাতাল থেকে বেরিয়ে বললেন মহারাজ

ম্যাচের ৩৫ মিনিটে গ্রিজম্যানের বাড়ানো বল গোলে লিওনেল মেসি ব্যবধান দ্বিগুণ করেন। এ নিয়ে গ্রানাদার বিপক্ষে লিগের ১৩ ম্যাচে ১৬ টি গোলের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখলেন লিও। প্রথমার্ধে শেষের দিকে ৪২ মিনিটে ফ্রি-কিকে দারুণ এক গোল করে ৩-০ করেন মেসি।

৬৩ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান ৪-০ করেন গ্রিজম্যান। ডেমবেলের সহায়তায় গ্রিজম্যান পূরণ করেন নিজের জোড়া গোল। ৬৫ মিনিটে মেসিকে তুলে কোচ মাঠে নামান ব্রাথওয়েটকে।ম্যাচের ৭৮ মিনিটে ভালেজো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় গ্রানাদা। শেষপর্যন্ত ৪-০ ফলে ম্যাচ জিতে নেয় বার্সা।১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে মেসিরা।

আরও পড়ুন: সিডনিতে আবার বর্ণ বিদ্বেষের শিকার সিরাজ, মাঠ থেকে কিছু দর্শককে বার করে দিল পুলিশ, ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest