MARY KOM STARTS WITH EASY WIN OVER MIGUELINA HERNANDEZ OF DOMINICAN REPUBLIC

Tokyo Olympics 2020: প্রতিদ্বন্দ্বীকে গুঁড়িয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলেন ‘ম্যাগনিফিসেন্ট’ Mary

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লড়াইটা ছিল অভিজ্ঞতা বনাম তারুণ্যের। জেদ বনাম প্রতিভার। কোন অঘটন ঘটল না। সহজে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের কিংবদন্তী বক্সার মেরি কম। যেন কত সহজ, কত সাবলীল! প্রথম রাউন্ডে বিপক্ষ বক্সারের থেকে অনেকটা দূরত্ব বজায় রাখলেন মেরি। কিছুটা লুজ গার্ড রেখেছিলেন। তিনজন জজ মেরিকে দশ পয়েন্ট করে দিলেন।

দ্বিতীয় রাউন্ডে কিছুটা আক্রমনাত্মক হলেন মেরি। কিন্তু দম বাঁচিয়ে রেখেছিলেন অন্তিম রাউন্ডের জন্য। জ্যাব এবং কাট ব্যবহার করলেন বুদ্ধি করে। রিং এর কোণে নিয়ে গিয়ে জায়গা কমিয়ে দিলেন বিপক্ষের। কম্বিনেশন পাঞ্চ ব্যবহার করলেন বুদ্ধি করে।তাতেই বাজিমাত।মার্চপাস্টে ভারতের জাতীয় পতাকা বহন করেছেন তিনি। শুধু পতাকা বহন নয়, আসলে বহন করতে হচ্ছে ১৩০ কোটি মানুষের প্রত্যাশা।

আরও পড়ুন: Tokyo Olympics: জয় দিয়ে সফর শুরু ভারতীয় হকি দলের, কোহলিদের হারের বদলা মনপ্রীতরা

মণিপুরের কাঙ্গাথেই গ্রামের মেয়ের এদিন গুঁড়িয়ে দিলেন ক্যারিবিয়ান মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়াকে। এদিন শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মেরি-মিগুয়েলিনার মধ্যে, কিন্তু তৃতীয় রাউন্ডে এসে জাত চিনিয়ে দেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও কিংবদন্তি। ৪-১ বাউট জিতে নেন মেরি। এবারও মণিপুরী বক্সারের দিকে গোটা দেশের চোখ। ৩৮ বছরের মেরির সম্ভবত এটাই শেষ অলিম্পিক্স। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি চাইবেন ফের একবার ম্যাজিক করতে।

লড়াইয়ের নাম মেরি কম। বক্সিং মম কিন্তু চ্যালেঞ্জ নিতে পিছপা নন। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন, তারপর ২০১৬ সালে রিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন এই মনিপুরি বক্সার। কিন্তু তার সত্বেও আশা ছাড়েননি মেরি কম, দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন। সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নিয়েছেন তিনি। যতক্ষণ না পর্যন্ত অলিম্পিকে সোনা জিততে পারছেন ততক্ষণ পর্যন্ত তিনি লড়াই থামাবেন না বলেই জানিয়েছেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: শ্যুটিংয়ে হতাশ করলেন মনু-যশস্বিনীরা! ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest