Messi matches record for most missed penalties in Champions League history

Lionel Messi: রোনাল্ডোকে টপকে যাওয়ার পথে লজ্জার রেকর্ড গড়ে ফেললেন মেসি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) রাউন্ড অফ সিক্সটিনের প্রথম পর্বের ম্যাচে প্যারিস সাঁ জাঁ মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ (PSG vs Real Madrid)। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের (Kylian) Mbappe) একমাত্র গোলে পিএসজি ১-০ জেতে রিয়ালের বিরুদ্ধে। এই ম্যাচে ফের পেনাল্টি নষ্ট করে লজ্জার রেকর্ড করলেন লিওনেল মেসি (Lionel Messi)। পিএসজি-র আর্জেন্টাইন মহাতারকা পেনাল্টি হাতছাড়া করে চ্যাম্পিয়ন্স লিগে লিখলেন নয়া ইতিহাস।

প্যারিসে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ম্যাচে আধিপত্য বিস্তার করেও গোল পাচ্ছিল না পিএসজি। ম্যাচের ৬১তম মিনিটে এমবাপে রিয়ালের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিতে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান মেসি। কিন্তু তার স্পট কিক ঠিক যথার্থ হলো না। রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেন বল।

আরও পড়ুন: IND v WI: প্রশ্নের মুখে কোহলির ক্যারিশ্মা! শূন্য রানে আউট হয়ে কুৎসিত রেকর্ড বিরাটের

তাতেই লেখা হয়ে গেল দুটি রেকর্ডে মেসির নাম। একটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ স্পট কিক নেওয়ার তালিকায় এখন সবার ওপরে আর্জেন্টাইন তারকা একাই। ২২টি করে পেনাল্টি নিয়ে এতদিন রোনালদোর সঙ্গে যৌথভাবে তিনি ছিলেন শীর্ষে। তবে রেকর্ডের পরের অংশটুকু তার জন্য বিব্রতকরই।

ইউরোপ সেরার মঞ্চে এই নিয়ে সর্বোচ্চ পাঁচটি পেনাল্টি মিস করলেন মেসি। ফলে লজ্জার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ছুঁয়ে ফেললেন তিনি। মেসির সাবেক বার্সেলোনা ক্লাব সতীর্থ ও ফ্রান্সের সাবেক তারকা স্ট্রাইকার অঁরিও পেনাল্টিতে ব্যর্থ হয়েছেন পাঁচবার। বার্সেলোনার ছেড়ে গত অগাস্টে পিএসজিতে যোগ দেওয়া মেসিকে সেরা চেহারার ধারে কাছেও দেখা যাচ্ছে না। লিগ ওয়ানে এখন পর্যন্ত করেছেন মোটে দুই গোল।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অবশ্য নিয়মিত গোল পেয়েছেন (৫টি)। কিন্তু নিজেকে চেনা আগ্রাসী রূপে ফেরানোর মিশনে গোল সংখ্যাটাকে বাড়াতে পারছেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডধারী ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদোর গোল ১৪০টি। দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ গোল মেসির।

আরও পড়ুন: IPL 2022: নাইটদের ব্যাটন মুম্বইকরের হাতে! নয়া ক্যাপ্টেনের নাম জানিয়ে দিল KKR

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest