দু-বছরের খরা কাটিয়ে খেতাব বার্সোলানার, রেকর্ড গড়লেন মেসি

জোড়া গোলের সুবাদে ২০২০-'২১ মরশুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল হয়ে গেল মেসির।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মরশুম শেষে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার জল্পনা শোনা যাচ্ছে কান পাতলেই। ক্লাবে ট্রফির খরা। এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রি-কোয়ার্টারেই বিদায় নিতে হয়েছে। আর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়াও দুরুহ হয়ে উঠছে রিয়াল মাদ্রিদের কাছে হেরে। চ্যাম্পিয়ন হওয়ার আশা বলতে ছিল কোপা দেল রে। জোড়া গোলে বার্সেলোনাকে খেতাব দিলেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে চূর্ণ হয়ে মেসির বার্সেলোনা পাখির চোখ করেছিল লা লিগা ও কোপা দেল রে-কে। লা লিগা এখনও সুনিশ্চিত নয়। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে ফের পিছিয়ে পড়তে হয়েছে। এই অবস্থায় মেসিরা কোপা দেল রে ট্রফি ঘরে তুলতে বদ্ধপরিকর ছিল।

কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নতুন রেকর্ড গড়লেন মেসি। ফুটবলারদের সবচেয়ে বেশি ট্রফি জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। আন্দ্রে ইনিয়েস্তা এবং ম্যাক্সওয়েল ৩৭টি করে ট্রফি জিতেছিলেন। কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসিও ৩৭টি ট্রফি জয়ের স্বাদ পেলেন। এই তালিকায় শীর্ষে রয়েছে দানি আলভেস। তিনি ৪২টি ট্রফি জিতেছেন। আলভেসের থেকে পাঁচটি ট্রফি কম জিতেছেন মেসি। দেখার আলভেসকে স্পর্শ করতে পারেন কি না এই তারকা!

এ ছাড়াও বিলবাওয়ের বিরুদ্ধে মেসির করা জোড়া গোলের সুবাদে ২০২০-‘২১ মরশুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল হয়ে গেল মেসির। ২০০৮-‘০৯  মরশুম থেকে টানা ১৩ বার ৩০ বা তার বেশি গোলের রেকর্ড গড়লেন তিনি। এর আগে টানা ১২ মরশুম ৩০ বা তার বেশি গোলের রেকর্ড ছিল জার্মানির গার্ড মুলারের।

আরও পড়ুন: IPL 2021: ঘুরল না ভাগ্যের চাকা, জেতা ম্যাচ মুম্বইকে উপহার দিল KKR

এ দিন শুধু বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়াই নয়, মেসির জোড়া গোল, রেকর্ড- এ সব যেন আরও বেশি স্বস্তি এনে দিয়েছে ক্লাবকে। যদিও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটও হতাশাই ছিল সঙ্গী। কিন্তু ম্যাচের ৬০ মিনিট থেকে খেলার রঙ বদলাতে শুরু করে। ৬০-৭২ এই ১২ মিনিটের মধ্যেই খেলা শুরু করে একেবারে শেষ করে দেয় বার্সা।

৬০ মিনিটের মাথায় আতোয়াঁ গ্রিজম্যান এগিয়ে দেন বার্সেলোনাকে। এর ঠিক ৩ মিনিট পরই ব্যবধান বাড়ান ফ্রেঙ্কি দে জং। ৬৮ এবং ৭২ মিনিটে মেসি ম্য়াজিক। জোড়া গোল করে বিলবাওকে একেবারে কোণঠাঁসা করে ফেলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার। বড় কোনও অঘটন না ঘটালে এখান থেকে বিলবাওয়ের আর ম্যাচে ফেরার কোনও সম্ভাবনাই ছিল না। এই নিয়ে ৩১ বার কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বার্সা। এর মধ্যে মেসি অবশ্য ৭ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।

এই জয়ে স্বাভাবিক ভাবেই খুশি বার্সেলোনার প্রতিক্যেই। বার্সায় কোচ হয়ে আসার পর এটাই রোনাল্ড কোম্যানের প্রথম ট্রফি। স্বভাবতই উচ্ছ্বসিত কোচ ম্যাচের পর বলেন, ‘একটা ট্রফি জয় খুবই দরকার ছিল। ক্লাবে অনেক পরিবর্তন ঘটেছে। নতুন ফুটবলাররাও এসেছে। সব মিলিয়ে এই ট্রফি মোটিভেশন হিসেবে কাজ করবে। এর পর তো লা লিগার লড়াই রয়েছেই।’

আরও পড়ুন: IPL 2021: চলতি আইপিএলের প্রথম ডাবল হেডার, কখন শুরু KKR-এর ম্যাচ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest