Site icon The News Nest

MI vs DC: বুমরাহের ৪ উইকেটের দাপটে IPL ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স

mm

মুম্বইকে থামানো যাচ্ছে না ৷ লিগ পর্বের পর প্লে অফেও রোহিতদের জয়ের ধারা অব্যাহত ৷ নীতা আম্বানির দলের এখনও পর্যন্ত যা পারফরম্যান্স, তাতে এবছর আরও একবার রোহিতরা চ্যাম্পিয়ন না হলেই অবাক হতে হবে ৷ বৃহস্পতিবার ৫৭ রানে দিল্লিকে উড়িয়ে দিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স ৷

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে  ৫ উইকেট হারিয়ে ২০০ রান স্কোরবোর্ডে তোলে মুম্বই ইন্ডিয়ান্স ৷ অধিনায়ক রোহিত শর্মা (০) রান না পেলেও মুম্বইয়ের রান তোলার গতি বজায় রাখেন কুইন্টন ডি’কক (৪০), সূর্যকুমার যাদব (৫১), ঈশান কিষাণ (৩০ বলে অপরাজিত ৫৫) ও হার্দিক পান্ডিয়া (১৪ বলে অপরাজিত ৩৭) ব্যাটের দাপটে মুম্বইয়ের স্কোর ২০০ রানে পৌঁছে যায় ৷ ম্যাচে একসময় দিল্লির বোলাররা মুম্বইয়ের রান তোলার গতিকে ভালমতোই আটকে দিয়েছিল ৷ মনে হচ্ছিল স্কোর হয়তো দেড়শোর গণ্ডীও টপকাবে না ৷ কিন্তু ঈশান-হার্দিক জুটি তা হতে দেননি ৷ দলের জেতার মতো স্কোর খাঁড়া করতে সফল তাঁরা ৷

আরও পড়ুন: Women’s IPL 2020: শারজায় লজ্জার হার মিতালিদের, নজর কাড়লেন বাংলার রিচা

০১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটাই জঘন্য হয় দিল্লি ক্যাপিটালসের ৷ দুই ওপেনার পৃথ্বী শ (০) এবং শিখর ধাওয়ান (০)-র পাশাপাশি অজিঙ্কা রাহানে (০)-ও কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন ৷ শুরুতেই বোল্ট-বুমরাহরা যে ধাক্কাটা দিল্লিকে দিয়েছিলেন, তা আর সামলে উঠতে পারেননি শ্রেয়স আইয়াররা ৷

ব্যাট হাতে রং ছড়ান কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। বল হাতে দিল্লি ক্যাপিটালসকে ভাঙার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জসপ্রীত বুমরাহ। তাঁকে যোগ্য সঙ্গত করেন ট্রেন্ট বোল্ট। যার মিলিত ফল, প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে বিধ্বস্ত করে আইপিএল ২০২০-র ফাইনালে মুম্বই।

আরও পড়ুন: Happy Birthday Virat Kohli: ৩২-এ বিরাট, একঝলকে ভারতীয় রানমেশিনের অনবদ্য রেকর্ড

Exit mobile version