MIRABAI CHANU MAY BE AWARDED GOLD MEDAL IN TOKYO OLYMPICS

Tokyo Olympics: রুপোর বদলে চানুর গলায় উঠতে পারে স্বর্ণপদক, জেনে নিন কীভাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারোত্তোলনে ফের ভারতের অলিম্পিক্স পদক এনে দিয়েছেন চানু। ইতিহাস লিখেছেন ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা। গত শনিবার চানুর পাওয়া রুপোর পদক কি এবার সোনায় বদলে যাবে! এই নিয়েই এখন জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায়।

টোকিও অলিম্পিক্সে মেয়েদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে যিনি সোনা জিতেছিলেন, চিনের সেই হাউ ঝিঝিকে ডোপ টেস্টের জন্য টোকিও ছাড়তে বারণ করা হয়েছে৷ চিনা ভারোত্তোলক ডোপ টেস্টে ব্যর্থ হলেই সোনার পদক পাবেন মীরাবাঈ চানু৷ অলিম্পিক্সের অ্যান্টি ডোপিং কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখতে চাইছে যে, হউ ইভেন্টের আগে কোনও শক্তিবর্ধক ওষুধ খেয়েছেন কিনা! সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷

আরও পড়ুন: Tokyo Olympics: অবিশ্বাস্য হারে বিদায় সানিয়াদের, অলিম্পিক্সে মহিলাদের ডাবলসে আশা শেষ

চিনা ভারোত্তোলক হাউ ঝিঝি মোট ২১০ কেজি ওজন তুলেছিলেন৷ তাঁর থেকে আট কেজি কম ওজন তুলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাঈকে৷ স্ন্যাচ ক্যাটেগরিতে ৮৭ কেজি এবং ক্লিন ও জার্ক ক্যাটেগরিতে মোট ১১৫ কেজি ওজন তুলে এবারের অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেন চানু৷একুশ বছর বাদে ভারোত্তোলনে দেশকে পদক এনে নতুন ইতিহাস তৈরি করেছিলেন মণিপুরের মীরাবাঈ৷ চানুকে যদি শেষ পর্যন্ত সত্যিই স্বর্ণ পদক দেওয়া হয়, তাহলে আর এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে ভারতীয় ক্রীড়া জগৎ৷ সেই আশাতেই বুক বাঁধছে দেশ৷

আরও পড়ুন: Tokyo Olympics: প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে মেনস সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডে শরথ কমল

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest