Site icon The News Nest

‘দাবার রাজা তুমি’, বাংলার নবম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

chess scaled

বাংলার নতুন গ্র্যান্ডমাস্টার হলেন মিত্রাভ গুহ ৷ নবম বাঙালি হিসাবে গ্র্যান্ডমাস্টার হওয়ার নজির গড়লেন ২০ বর্ষীয় মিত্রাভ ৷ তাঁকে শুভেচ্ছা বার্তা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতার ছেলে মিত্রাভ। বয়স মাত্র ২০। সার্বিয়ার নবি সাদে প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন তিনি। শনিবার থেকে সার্বিয়ায় প্রতিযোগিতা শুরু হয়েছিল। মঙ্গলবার নর্ম নিশ্চিত করেন মিত্রাভ। সপ্তম রাউন্ডে মিত্রাভ হেরে যান রাশিয়ার গ্র‌্যান্ডমাস্টার ভ্লাদিমির জাখারোতসোভের কাছে। কিন্তু পরের দু’টো রাউন্ডে দারুণ ভাবে কামব্যাক করেন তিনি।

মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে শেখ রাসেলকে গ্র্যান্ড মাস্টার প্রতিযোগিতায় হারিয়ে দ্বিতীয় ধাপে পৌঁছে আগই পৌঁছে গিয়ছিলেন তিনি ৷ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডেই ২৫০০ পয়েন্ট জোগার করে ফেলেছিলেন মিত্রাভ৷ অপেক্ষা ছিল তৃতীয় গ্র্যান্ড মাস্টার নর্মস এবং লাইভ রেটিং পেরোনো ৷ একজন দাবাড়ুকে গ্র্যান্ডমাস্টার হতে হলে তিনটি জিএম নর্ম পেতে হয়। সার্বিয়ায় সেই যোগ্যতাই অর্জন করেছেন তিনি। আর তাতেই বাংলার নবম গ্র্যান্ডমাস্টার (Grand Master) দাবাডু় হওয়া নিশ্চিত করলেন মিত্রাভ। স্বাভাবিকভাবেই এমন সাফল্যে উচ্ছ্বসিত তিনি।

তাঁর এই সাফল্য়ে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। লেখেন, “বাংলার ঘরের ছেলে মিত্রাভ গুহকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দাবার রাজা তুমি। দেশের ৭২ তম গ্র্যান্ডমাস্টার হিসেবে আমাদের সকলকে গর্বিত করেছ। আগামিদিনের জন্যও রইল শুভেচ্ছা।” মিত্রাভর সাফল্যে উচ্ছ্বসিত বাংলার আর এক গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। বললেন, ‘‘মিত্রাভ আমার অ্যাকাডেমির ছাত্র। সেই সাড়ে চার বছর বয়স থেকে আমার অ্যাকাডেমিতে খেলা শিখছে। আমি ওর সাফল্যে খুব খুশি।’’

Exit mobile version