Site icon The News Nest

MS Dhoni: আইপিএল ফাইনালে পা দিয়েই অনন্য রেকর্ড স্পর্শ করলেন ধোনি

MS Dhoni

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফাইনালে টস করতে নামা মাত্রই অবিশ্বাস্য এক রেকর্ড গড়েন মহেন্দ্র সিং ধোনি। এমন এক মাইলস্টোন ছুঁলেন ধোনি, যার ধারে কাছে পৌঁছতে পারেননি বিশ্বের আর কেউ। অদূর ভবিষ্যতে ধোনির এই নজির ছোঁয়াও খুব একটা সহজ হবে বলে মনে হয় না।

দুবাইয়ে আইপিএল ২০২১-এর ফাইনাল ম্যাচটি টি-২০ ক্যাপ্টেন হিসেবে ধোনির ৩০০তম ম্যাচ। ধোনির আগে আর কোনও ক্রিকেটার টি-২০ ক্যাপ্টেন্সির এই মাইলস্টোন ছুঁতে পারেননি। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। যিনি ২০৮টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আর কোনও ক্যাপ্টেন টি-২০ ফর্ম্যাটে ২০০ ম্যাচের মাইলস্টোনও ছুঁতে পারেননি।

টি-২০ ম্যাচে ধোনিই সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া অধিনায়ক। তারপরেই আছেন ইংল্যান্ড ক্যাপ্টেন মর্গ্যান। ২০১৭ সালে ধোনি ভারতীয় দলের টি-২০ অধিনায়কত্ব থেকে সরে আসেন। ২০০৭ সালে ধোনির ক্যাপ্টেনসিতে ভারত টি-২০ বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকায়।

ধোনি দেশের হয়ে ৭২টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ভারত ৪১ বার জিতেছে, ২৮ বার হেরেছে। ১ বার টাই ও ২ বার ফলাফল হয়নি। ধোনি চেন্নাইকে ২১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। চেন্নাই জিতেছে ১৩০ বার। হেরেছে ৮১ বার। ধোনি রাইজিং পুনে সুপারজায়েন্টের হয়ে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। দল জিতেছে ৫বার ও হেরেছে ৯বার। চেন্নাই যদি চোদ্দতম আইপিএল খেতাব জিততে পারে, তাহলেও এক অনন্য রেকর্ড হবে।

সিএসকে বিশ্বের প্রথম টি-২০ ফ্যাঞ্চাইজি হিসাবে তিনটি পৃথক দশকে একটি করে খেতাব জয়ের নজির গড়বে। চেন্নাই ২০১০ সালে আইপিএল খেতাব জয়ের পর ২০১১ ও ২০১৮ সালে জেতে। ২০২১ সালে যদি ধোনি বাহিনী জিততে পারে, তাহলে অনন্য নজির হবে।

Exit mobile version