MS Dhoni is open to acting in films, reveals wife Sakshi Dhoni

MS Dhoni: এবার কি সিনেমার পর্দায় দেখা যাবে ধোনিকে? ইঙ্গিত দিলেন সাক্ষী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটজগতের অন্যমত উজ্জ্বল তারকা হওয়া সত্ত্বেও বরাবরই অন্তর্মুখী ধোনি। অবসরের পরে আরও দূরে সরেছেন প্রচারের আলো থেকে। সম্প্রতি বিনোদনের জগতে পা রেখেছেন তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি। তামিল ছবি ‘এলজিএম (লেটস গেট ম্যারেড)’ ছবির মাধ্যমে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন সাক্ষী। স্ত্রী কোমর বেঁধে নেমেছেন প্রযোজনায়, খুব শীঘ্রই কি তবে বড় পর্দায় দেখা যেতে চলেছে মাহিকে?

বিজ্ঞাপনে অভিনয়ের সুবাদে ক্যামেরার সামনে বরাবরই সপ্রতিভ ‘ক্যাপ্টেন কুল’। তাই ক্রিকেট থেকে অবসরের পর তিনি সিনেমা করতে পারেন বলে সম্প্রতি গুজব রটেছে। আর সেই জল্পনায় আরও ধোঁয়া দিয়েছে তাঁর প্রযোজনায় আসা। কিন্তু ধোনি আদৌ সিনেমায় অভিনয় করবেন কিনা, সেই প্রশ্নের জবাবে স্ত্রী সাক্ষী কী বলছেন? নতুন ছবির প্রচারে তিনি বলেন, “ক্যামেরার সামনে ধোনি খুব সাবলীল। তাই কোনও ভাল চিত্রনাট্য ও চরিত্রে কাজ করার প্রস্তাব যদি ও পায়, তাহলে অভিনয়ের কথা ভেবে দেখতে পারে।”

আরও পড়ুন: Lionel Messi: দুর্ঘটনার কবলে মেসির গাড়ি, কেমন আছেন বিশ্বজয়ী সুপারস্টার?

ঠিক কোন ধরনের ছবিতে অভিনয় করতে পারেন মাহি? প্রশ্নের জবাবে বিন্দুমাত্র সময় না নিয়ে সাক্ষী বলেন, ‘‘অ্যাকশন! ধোনি সব সময়ে ওই মুডেই থাকে। ক্রিকেট মাঠে ও ক্যাপ্টেন কুল হলেও এংগ্রি ইয়ংম্যান চরিত্রে দারুণ অভিনয় করতে পারবে ও।”

এ দেশে ধোনির অনুরাগীর সংখ্যা কম নয়। তাঁদের একটি বড় অংশ চায় মাহিকে রুপোলি পর্দায় দেখতে। তবে মাহির কী ইচ্ছে? সে বিষয়ে তিনি নিজে এখনও মুখ খোলেননি।

আরও পড়ুন: Bhuvneshwar Kumar: ‘ক্রিকেটার’ নয়, শুধুই ‘ইন্ডিয়ান’! হতাশায় খেলা ছাড়ছেন ভুবনেশ্বর?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest