MS Dhoni shows agility while running out Bhanuka Rajapaksa in IPL 2022

IPL 2022: কে বলবে বয়স ৪০! পঞ্জাবের রাজাপক্ষকে দুরন্ত রান আউট ধোনির, দেখুন ভিডিয়ো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

উইকেটের পিছনে একই ধরনের ক্ষিপ্রতা। ব্যাটারদের আউট করার ক্ষেত্রে মগজাস্ত্রের ব্যবহার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দেখা গেল পুরনো মহেন্দ্র সিং ধোনিকে। ৪০ বছর বয়সেও ধোনি যে গতিতে ভানুকা রাজাপক্ষকে আউট করলেন তা দেখে উত্তাল হল ব্রেবোর্ন স্টেডিয়ামের গ্যালারি।

লিগের প্ৰথম ম্যাচেই ধোনি ঝকঝকে হাফসেঞ্চুরি হাঁকিয়ে গিয়েছিলেন নাইট রাইডার্সের বিরুদ্ধে। কঠিন সময়ে ব্যাট করতে নেমে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন মহাতারকা। দ্বিতীয় ম্যাচে ৬ বলে ১৬ রানের ক্যামিও খেলে যান। কেরিয়ারে প্ৰথমবার ইনিংসের প্ৰথম বলে ছক্কা হাঁকিয়েও যান লখনৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। আর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় পাঞ্জাবের শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষেকে দুরন্তভাবে রান আউট করেন রবিবার। ডাইভ দিয়ে ফিল্ডারের থ্রো সংগ্রহ করে স্ট্যাম্প নাড়িয়ে দিলেন তিনি।

আরও পড়ুন: শুরু IPL-এর টিকিট বিক্রি! জেনে নিন কোথায়, কখন, কীভাবে কিনবেন টিকিট

চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন রাজাপক্ষে। আরসিবির বিরুদ্ধে  প্ৰথম ম্যাচে রাজাপক্ষে করেন ২২ বলে ৪৩ রান। নাইট রাইডার্স ম্যাচে আবার করে যান ৩১ রান, মাত্র ৯ বলে। রবিবারও ভালো ছন্দে ছিলেন তিনি। ৫ বলে ৯ রান করে ব্যাট করছিলেন। তবে ভিন্টেজ ধোনি লঙ্কান তারকাকে অসম্ভব দক্ষতায় রান আউট করার পরে কুর্নিশ করছে ক্রিকেট মহল। ৪০ বছরেও মাঠের মধ্যে এত ক্ষিপ্র, অনেকেই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন। ২০১৬-য় টি২০ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বিরুদ্ধে তুখোড় রান আউটের কথাও অনেকের মনে পড়ে গিয়েছে।

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: সপ্তম বার মেয়েদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest