MS Dhoni's new look storms social! What does 'Coming Sun' indicate?

MS Dhoni- র নতুন লুকে ঝড় সোশ্যালে! ‘কামিং সুন’ এ কিসের ইঙ্গিত?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ধোনিকে বারবার নিজের লুক বদলাতে দেখা গিয়েছে। বিশেষ করে হেয়ারস্টাইল বদলে অনুরাগীদের চমকে দিতে মাহির জুড়ি নেই। শুরুতে লম্বা চুলের ধোনি ঝড় তুলেছিলেন অনুরাগীদের মনে। পরে বিশ্বকাপ জয়ের পর মাথা মুড়িয়েও ফেলেন তিনি। সম্প্রতি ধোনিকে মোটা গোঁফ রেখে নতুন লুকে দেখা গিয়েছে চেন্নাই শিবিরে। এবার সোশ্যাল মিডিয়ায় কার্যত রকস্টার মুডে ধোনির ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় ফের। নেটিজেনদের আগ্রহ, তবে কি ফের নিজের লুক বদলালেন ধোনি?

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু চোদ্দতম আইপিএলের (IPL 2021) দ্বিতীয় পর্ব। আর মাসখানেক সময়ও হাতে বাকি নেই। তার আগেই সম্প্রচারকারী সংস্থা আইপিএলের দামামা বাজিয়ে দিল। স্টার স্পোর্টস এমএস ধোনির (MS Dhoni) একটি ছবি তাদের টুইটারে হ্যান্ডেলে পোস্ট করে লিখল, “আসল ছবি এখনও বাকি আছে।”

আরও পড়ুন: IND vs ENG : সিরাজ ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টে অনবদ্য জয় ভারতের

ধোনিকে এই ছবিতে দেখা যাচ্ছে একেবারে নতুন লুকে। কেতাদুরস্ত ফক্স-হক হেয়ারকাটেই ধরা দিলেন তিনি। সোনালী রঙয়ের হাইলাট চুলকে করেছে আরও আকর্ষণীয়। আর ধোনির পরনে তারা ছাপ দেওয়া গ্লজি জ্যাকেট ও হাতে সোনালী ব্রেসলেটের সঙ্গেই বালা! ধোনির এই লুকস তাঁর ভক্তদের মনে ঝড় তুলে দিয়েছে। দেদারে শেয়ার হয়েছে এই ছবি। মাহির ছবি দেখে মনে হচ্ছে যে, আইপিএলের বিজ্ঞাপনেই দেখা যাবে তাঁকে। এটা হয়তো ছিল ফার্স্ট লুক বা টিজার।

আইপিএলের প্রথম পর্বে দারুণ ছন্দে ছিল চেন্নাই। সাতটি ম্যাচের পাঁচটিতে জিতে ইয়োলো আর্মি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। একে দিল্লি ক্যাপিটালস। ধোনিদের খেলা দেখে মনে হচ্ছিল ফের একবার চ্যাম্পিয়ন হতে পারে আইপিএলের অন্যতম সফল দল। এই মুহূর্তে সিএসকে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। শুরু করে দিয়েছে প্রস্তুতি।

আরও পড়ুন: তালিবানের সঙ্গে মেসিকে জড়িয়ে কার্টুন প্রকাশ Charlie Hebdo-র, শুরু বিতর্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest