IPL 2020 : নিয়মরক্ষার ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি চেন্নাই! প্লে অফে কি আদৌ খেলবে সিএসকে? জেনে নিন সব হিসেবনিকেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অঙ্কের খাতা যাই বলুক না কেন, চেন্নাইয়ের কাছে আইপিএল এখন কার্যত নিয়মরক্ষারই। ১০ ম্যাচে ৬ পয়েন্ট। লিগ টেবলের একেবারে তলানিতে। নিজেদের জেতার থেকেও বড় যেটা, অন্যদের হারতে হবে। আর তাই সম্মানরক্ষার জন্য লিগ টেবলের যতটা সম্ভব উপরে শেষ করতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি।

পয়েন্ট টেবলের একেবারে তলায় রয়েছে সিএসকে৷ পাশাপাশি তাদের রানরেট মাইনাসে (-0.463) ৷ তাহলে কি এবারে ধোনির দলের প্লে অফ খেলার আশায় সিমেন্ট পড়ে গেল৷ কিন্তু আলাদা আলাদা পরিস্থিতিতে এখনও চেন্নাই প্লে অফের টিকিট যোগাড় করে নিতে পারে৷

আরও পড়ুন: IPL 2020: ডাবল সুপার ওভার নয়, পঞ্জাব-মুম্বই ম্যাচে নজর কাড়লেন ইনি

 • চেন্নাই এখনও আরও চারটি ম্যাচ খেলবে৷ এইগুলি হল মুম্বই ইন্ডিয়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে৷
 • বিনা রানরেটে চেন্নাই প্লে অফে পৌঁছতে চাইলে চারটি ম্যাচেই তাদের জিততে হবে৷ চেন্নাইকে নির্ভর করতে হবে পয়েন্ট টেবলের প্রথম তিনে থাকা দলগুলি নিজেদের ম্যাচ জিতবে৷
 • পাশাপাশি এই দলগুলি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে হারবে৷
 • চেন্নাই শেষ চারে পৌঁছতে পারে যদি কেকেআর নিজেদের বাকি চারটি ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে যদি জেতে৷
 • চেন্নাইকে এও প্রার্থনা করতে হবে যে সানরাইজার্স হায়দরাবাদ. কিংস ইলেভেন ও রাজস্থান রয়্যালস যেন একদম ম্যাচ না জিততে পারে৷
 • এই গুলি যদি সব হয় তাহলে ১৪ পয়েন্ট নিয়ে সিএসকে সরাসরি প্লে অফে যাবে আর তাদের আলাদা করে রানরেটের ওপর নির্ভর করতে হবে না৷
 • যদি রানরেটের ওপর নির্ভর করে প্লে অফ নির্ধারণ হয়-
 • যদি একাধিক দলের ১৪ পয়েন্ট হয় তাহলে নেট রানরেটের ওপর নির্ভর করতে হবে চেন্নাই সুপার কিংসকে৷
 • যদি রানরেটে ফয়সালা হয় তাহলে চেন্নাইকে অন্তত দুটি ম্যাচ অনেকটা বড় ব্যবধানে জিততে হবে৷ পাশাপাশি সবকটি ম্যাচই জিততে হবে৷
 • মুম্বইয়ের বিরুদ্ধে যদি চেন্নাই হেরে যায় তাহলে কী হবে?
 • মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাই হেরে গেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে না৷ তখন তারা ১২ পয়েন্ট নিয়েও প্লে অফে যেতে পারবে৷ এরকম ভাবেই সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফে পৌঁছে গিয়েছিল৷ কিন্তু এটা হলে তাদের অন্য দলের পারফরম্যান্সের দিকে চেয়ে বসে থাকতে হবে৷

আইপিএলে (IPL 2020)  এ বছর ৪০ ম্যাচ খেলা হয়ে গেছে৷ তারপরেই দারুণ আকর্ষণীয় জায়গায় দাঁড়িয়ে প্লে অফের লড়াই৷ তিনটি দল দিল্লি ক্যাপিটাল্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ন্সের প্লে অফে পৌঁছনো কার্যত নিশ্চিত৷ আর একটি স্থানে কোন দল যাবে তাই নিয়ে লড়াই, উত্তেজনা জারি রয়েছে৷ যে ২বার চেন্নাই সুপার কিংস নির্বাসিত ছিল সেই দুই বার ছাড়া  আইপিএলের ইতিহাসে চেন্নাই (Chennai Super Kings)প্লে অফে খেলেনি তা কখনও হয়নি৷ এবার অবশ্য চেন্নাইয়ের যা অবস্থা তাতে তারা প্লে অফে আদৌ জায়গা করতে পারবে কি এই প্রশ্ন এখন ধোনি ফ্যানদের মনে৷

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত কপিল দেব, অ্যাঞ্জিওপ্লাস্টি হল দিল্লির হাসপাতালে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest