Napier Bridge in Chennai painted like chess board; looks like a work of art

Napier Bridge: ব্রিটিশ আমলের ব্রিজ এখন আস্ত একটা দাবার বোর্ড! কিন্তু কেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজা…মন্ত্রী…ঘোড়া…বোড়ে! না, এটা কোনও দাবার বোর্ড নয়। এটি চেন্নাইয়ের একটি সেতু। নেপিয়র ব্রিজ। রঙের জন্য সেতুটি বেশ নজর কাড়ছে। কিন্তু হঠাৎ একটি সেতুকে এমন ভাবে সাজিয়ে তোলা হল কেন? প্রশ্নটা মনে ঘুরপাক খেতেই পারে। তা হলে সেই প্রশ্নের নিরসন করা যাক।

আসলে, ২৮ জুলাই চেন্নাইয়ে ৪৪তম দাবা অলিম্পিয়াডের আসর বসতে চলেছে।  মহাবলীপুরমে বসছে এই ৪৪ তম দাবা অলিম্পিয়াডের আসর। যার জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে তামিলনাড়ু। চেন্নাইয়ের বিখ্যাত নেপিয়র সেতুর রাতারাতি ভোল বদলে হয়ে গেছে দাবার বোর্ড। আসলে বিশাল সেতুর পুরোটাই নতুন করে রং করা হয়েছে। যা করা হয়েছে হুবহু দাবার বোর্ডের ঢঙে।

আরও পড়ুন: ENG v IND: বুমরার ” বুম বুম” বোলিং, ব্যাটে রোহিত; ওভালে ইংরেজ ‘বধ’ ভারতের

তামিলনাড়ু সরকারের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন বিভাগের প্রধান সচিব সুপ্রিয়া সাহু, সুপারস্টার রজনীকান্ত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই উদ্যোগের প্রশংসা ও শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

চেন্নাই ভারতের দাবার রাজধানী হিসেবেও পরিচিত। এমনিতেই দক্ষিণ ভারতে দাবা খেলার চল বহু পুরনো। সেখান থেকে ভারতীয় দাবার অনেক প্রতিভা উঠে এসেছেন। খোদ কিংবদন্তি বিশ্বনাথন আনন্দই চেন্নাইয়ের বাসিন্দা। সেই দাবাপ্রেমী রাজ্যে বসছে দাবা অলিম্পিয়াড। তাই শহরের সাজগোজে কোনও ফাঁক রাখতে চাইছে না স্ট্যালিন প্রশাসন।

তবে এই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় পজিটিভ ও নেগেটিভ উভয় প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। দুই দলে বিভক্ত হয়ে  সোশ্যাল মিডিয়ায় ১৫৩ বছরের পুরনো সেতুর নয়া রূপের প্রশংসা করেছেন নেটিজেনের একাংশ। অন্য়দিকে, একদলের কথায়, এমন প্য়াটার্নটি গাড়ি চালানোর সময় চোখ ধাঁধিয়ে যেতে পারে। তাতে ভ্রম লেগে দুর্ঘটনাও ঘটে যেতে পারে।

আরও পড়ুন: Ben Stokes: আচমকাই ওয়ানডে থেকে অবসর ঘোষণা ব্রিটিশ তারকার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest