Site icon The News Nest

ফের জিতলেন ২০০ মিটারের দৌড়, ১৫ দিনে চতুর্থ সোনা হিমার

hima das

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ১৫দিনে চার চারটি সোনা জয়! আন্তর্জাতিক মিটে ১৫ দিনের মধ্যে চারটি সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় মহিলা স্প্রিন্টার হিমা দাস।

বুধবার চেক প্রজাতন্ত্রে টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার রেসে সোনা জিতলেন হিমা। নির্দিষ্ট এই দূরত্ব দৌড়তে ২৩.২৫ সেকেন্ড সময় নেন অসমের হিমা। ২৩.৪৩ সেকেন্ডে ফিনিশ লাইন ছুঁয়ে দ্বিতীয় হয়েছেন ভি কে ভিসমায়া। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ছেলেদের ৪০০ মিটার দৌড়ে ভারতীয় অ্যাথলিট মহম্মদ আনাস সোনা জিতেছেন। দৌড় শেষ করতে আনাস সময় নেন ৪৫.৪০ সেকেন্ড।

গত ২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি’তে চলতি বছরে নিজের প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টের ২০০ মিটার দৌড়ে সোনা জিততে অসমের সোনার মেয়ে সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। পাঁচদিনের মাথায় পোলান্ডেই কুটনো অ্যাথলেটিক্স মিটে দুশো মিটারে ফের সোনা জয়। এতে ২৩.৯৭ সেকেন্ড সময় করেছিলেন। ২৩.৪৩ সেকেন্ড সময় করে ১৩ জুলাই হিমা দাস সোনা জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের ক্লাদনো আন্তর্জাতিক মিটে।

তবে এখনও পর্যন্ত কোনও ইভেন্টেই বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করতে পারেননি হিমা। বিশ্বচ্যাম্পিয়নশিপের টিকিট পেতে অন্ততপক্ষে ২৩.০২ সেকেন্ডে ২০০ মিটার অতিক্রম করতে হবে হিমাকে। ৪০০ মিটারের ক্ষেত্রে সময়সীমা ৫১.৮০।

Exit mobile version