ODI World Cup 2023: Kali Puja poser over Pakistan versus England match at Eden Gardens on November 12

ODI World Cup 2023: কালীপুজোর রাতে ইডেনে পাকিস্তানের ম্যাচ, আপত্তি জানাল পুলিশ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ইডেনের ঝুলিতে। তবে শোনা যাচ্ছে, একটি ম্যাচের দিনক্ষণ ঘিরে তৈরি হয়েছে জটিলতা। তবে কি বদলে যেতে পারে ম্যাচের তারিখ? শুরু জল্পনা।

১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা পাকিস্তানের। তবে একই দিনে কালীপুজোর জন্য মহানগরী মেতে থাকবে আলোর উৎসবে। কালীপুজোর রাতে যাতে শহরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই ব্যস্ত থাকবে কলকাতা পুলিশ। তার উপরে ইডেনের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের নিরাপত্তা দিতে হলে সমস্যায় পড়তে হতে পারে পুলিশকে।

আরও পড়ুন: ICC World Cup 2023 : বিশ্বকাপের প্রচারে শাহরুখ, ভিডিয়ো প্রকাশ করল আইসিসি

লালবাজারের তরফে তাই বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কালীপুজোর দিনে ইডেনের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না তাদের পক্ষে। অগত্যা বিসিসিআইয়ের কাছে ম্যাচের সূচি বদলানোর অনুরোধ করাই সেরা বিকল্প মনে হয় সিএবির। সেই মতো বোর্ডের কাছে অনুরোধ পৌঁছেও গিয়েছে বলে খবর। যদিও বিসিসিআই ম্যাচের দিনক্ষণ বদলানোর পক্ষপাতী নয় বলে শোনা যাচ্ছে।

ইতিমধ্যেই নবরাত্রির জন্য বদলে গিয়েছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিন। আহমেদাবাদে প্রথমে ১৫ অক্টোবর ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে তা এগিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে। বদলে গিয়েছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের দিনও। ১২ অক্টোবরের পরিবর্তে বাবর আজমরা ১০ অক্টোবর খেলবেন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। আরও কয়েকটি ম্যাচের দিন বদলানোর কথা। যা খবর, আগামী মঙ্গলবারই নতুন সূচি ঘোষণা করে দেবে আইসিসি।

এদিকে শনিবার ইডেন পরিদর্শনে পৌঁছে গিয়েছিল আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিনিধি দল। ক্লাব হাউস, মাঠ, প্রেস ক্লাব ঘুরে দেখেন তাঁরা। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। সবদিক খতিয়ে দেখে আইসিসির কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।

আরও পড়ুন: Sania Mirza-Shoaib Malik : ইনস্টাগ্রামে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেললেন শোয়েব!