Olympics football is gold again! Brazil touched Argentina

Tokyo Olympics: অলিম্পিক্স ফুটবলে আবার সোনা! আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ব্রাজিল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টুর্নামেন্ট শুরুর আগে খাতায় কলমে ব্রাজিল এবং স্পেনকে সবথেকে শক্তিশালী দুই দল বলে মনে হচ্ছিল। অলিম্পিক্স ফাইনালে যোগ্য দুই দল হিসাবেই মুখোমুখি হয়েছিল দুই ফুটবল পাগল দেশ। হেভিওয়েট লড়াইয়ে এক্সট্রা টাইমে ম্যালকমের গোলের সুবাদে ২-১ ব্যবধানে স্পেনকে পরাস্ত করল ব্রাজিল।উল্লেখ্য, ২০০২ সালে এই মাঠেই পঞ্চম এবং এখনও পর্যন্ত তাদের শেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

বিশ্বকাপ ফুটবলে সাফল্য পেলেও অলিম্পিক্সে দীর্ঘদিন ধরে কোনও সাফল্য ছিল না ব্রাজিলের। ২০১৬-য় খরা কাটে। ঘরের মাঠে রিয়োর মারাকানা স্টেডিয়ামে জার্মানিকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে সোনা জেতে ব্রাজিল। সেই দলে নেমার ছিলেন। এবারের দলে তিনি নেই। মূলত তরুণদের নিয়েই দল গড়া হয়েছে। কোপা আমেরিকায় যাঁরা খেলেছেন তাঁদের মধ্যে নামী মুখ বলতে শুধু রিচার্লিসন।

আরও পড়ুন: ধোনির অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ কেড়ে নিয়েও ফিরিয়ে দিল টুইটার, ধুন্ধুমার নেট দুনিয়ায়

প্রথমার্ধের ইনজুরি টাইমে এগিয়ে যায় ব্রাজিল। দানি আলভেসের ভাসিয়ে দেওয়া বল বুক দিয়ে নামিয়ে গোল করেন ম্যাথিয়াস কুনহা। তবে সমতা ফেরাতে বেশিক্ষণ নেয়নি স্পেন। ৬১ মিনিটে গোল করেন মিকেল ওইয়ারজাবাল। বক্সে ভেসে আসা ভলি থেকে গোল করেন তিনি।

নির্ধারিত সময়ে আর কোনও গোল হয়নি। স্বাভাবিক ভাবেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথমার্ধে কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে শুরুর তিন মিনিটের মাথায় গোল করেন ম্যালকম। দুর্দান্ত প্রতি আক্রমণে গোল তুলে নেয় সেলেকাওরা। বাকি সময়টা নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছিল ব্রাজিল।

অধিনায়ক ড্যানি আলভেজের নেতৃত্বে এই জয়ের ফলে ষষ্ঠ দল হিসাবে পরপর দুইবার অলিম্পিক্সে সোনা জেতার নজির গড়ল ব্রাজিল।

আরও পড়ুন: টোকিও ভারতের সর্বকালের সেরা অলিম্পিক্স, দেখুন সেরা পাঁচটি অভিযানের খতিয়ান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest