Pak jeweler Arshad Nadeem congratulates Neeraj Chopra as 'My Idol'

নীরজ চোপড়াকে ‘মাই আইডল’ বলে অভিনন্দন জানালেন পাক জ্যাভলার আরশাদ নাদিম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) জ্যাভলিন থ্রোয়ের ফাইনালের ম্যাচটাকে অনেকেই ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই দেখছিলেন। কারণ ভারতের নীরজ চোপড়ার (Neeraj Chopra) সঙ্গে ফাইনালের লড়াইয়ে ছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম (Arshad Nadeem)।

অতীতে এই দুই প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক আঙিনায় মুখোমুখিও হয়েছিলেন। কিন্তু এদিন নীরজ সোনা জিতলেও আরশাদ কিন্তু পোডিয়াম ফিনিশ করতে পারেননি!  পঞ্চম স্থানে শেষ করেন নাদিম। যিনি পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছিলেন। শেষপর্যন্ত পোডিয়ামে উঠতে না পারলেও ফাইনাল শেষের কিছুক্ষণ পরেই নীরজকে শুভেচ্ছা জানান। লেখেন, ‘সোনা জয়ের জন্য আমার আইডল নীরজ চোপড়াকে অভিনন্দন। ক্ষমা করবে পাকিস্তান। দেশের জন্য পদক জিততে পারিনি।’

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ১৩ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ভারতের জাতীয় সঙ্গীত, দেখুন শিহরণ জাগানো সেই মুহূর্ত

কিন্তু কিছুক্ষণ পরই সেই টুইট মুছে দেন নাদিম। নয়া টুইটে লেখেন, ‘টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতা জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন।’ যদিও ‘আইডল’ টুইট মুছে দেওয়ার জন্য নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েন নাদিম। কয়েকজন বলেন, ‘দেশে সমালোচনা মুখে পড়ার ভয়ে টুইট ডিলিট করে দিয়েছেন।’

শনিবার টোকিয়োর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম থ্রোয়েই ৮৭ মিটারের গণ্ডি পেরিয়ে যান নীরজ। ছোড়েন ৮৭.০৫ মিটার। দ্বিতীয় চেষ্টায় আরও এগিয়ে যান। সেইবার নীরজের বর্শা ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে। সেটাই যথেষ্ট ছিল। পরের চারটি থ্রো’তেও কেউ তাঁর ধারেকাছে আসতে পারেননি। এমনকী শেষ থ্রোয়ের আগেই নীরজের আগেই নীরজের সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল। যিনি প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয়ের নজির গড়েছেন।

আরও পড়ুন: Tokyo 2020; মোট ১০টি পদক জিতে রেকর্ড অ্যালিসন ফেলিক্স – এর, ছুঁলেন লুইসকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest