Pakistan captain Babar Azam holds T20 cricket record over Gayle, Kohli

অনন্য ইতিহাস! গেইল, কোহলিকে টপকে টি-২০ ক্রিকেটে রেকর্ড পাক ক্যাপ্টেন বাবর আজমের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগে বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলে বাইশ গজ রেকর্ডের গন্ধ পেত। এখন কথাটা পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের (Babar Azam) ক্ষেত্রেও ভীষণ ভাবে প্রযোজ্য। বিশ্বের এক নম্বর ওয়ানডে ও দু’নম্বর টি-২০ ব্যাটসম্যান প্রতিদিনই ব্যাট হাতে কিছু না কিছু মাইলস্টোন স্থাপন করে চলেছেন।

এবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অনন্য রেকর্ড করলেন বাবর। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ৭০০০ টি-২০ রান করলেন তিনি। ছাপিয়ে গেলেন ক্রিস গেইল (Chris Gayle) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। রবিবার সাদার্ন পঞ্জাবের বিরুদ্ধে ন্য়াশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পঞ্জাবের হয়ে রাওয়ালপিণ্ডিতে এই নজির গড়লেন বাবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তার কারণ দেখিয়ে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড পাক সফর বাতিল করেছে। আর তাই বিশ্বকাপের আগে সেদেশে অনুষ্ঠিত হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। সেখানেই অনন্য রেকর্ড গড়লেন বাবর আজম। ঠিক কী রেকর্ড গড়েছেন তিনি? আসলে টি-২০ ক্রিকেটে দ্রুততম সাত হাজার রান পূর্ণ করার নজির গড়লেন বাবর। যা কি না আগে ক্রিস গেইলের অধীনে ছিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest