Pakistan, the dark horse of T20 World Cup 2021 lost nerve in the semi final

T20 World Cup: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পারল না পাকিস্তান (Pakistan)। টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে গেল মরিয়া অস্ট্রেলিয়া (Australia)। অথচ একটা সময়ে মনে হয়েছিল রবিবারের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের পাকিস্তানই। কিন্তু শেষের দিকে এসে সব হিসেব বদলে গেল। ম্যাথু ওয়েড ও স্টোয়নিস পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিলেন। শাহিন আফ্রিদির মতো বোলারকে তিন-তিনটি ছক্কা মেরে ম্যাচ নিয়ে গেলেন ম্যাথু ওয়েড।

বিশ্বকাপ শুরুর আগে ট্রফির দাবিদার হিসেবে পাকিস্তানের নাম কখনওই শোনা যাচ্ছিল না। কিন্তু ভারতকে হারাতেই চমকে গেল বিশ্ব। সাড়া জাগিয়ে বিশ্বকাপ শুরু করেন বাবররা। এর পর একের পর এক ম্যাচে খেলতে নামেন এবং জেতেন। বল হাতে শাহিন আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ, ইমাদ ওয়াসিমরা ত্রাস হয়ে ওঠেন ব্যাটারদের। সব চেয়ে অবাক করে পাকিস্তানের ফিল্ডিং। চরম ফিট দল নিয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেছিলেন বাবররা। সেই সঙ্গে দলে ছিলেন অভিজ্ঞ শোয়েব মালিক, মহম্মদ হাফিজের মতো ক্রিকেটাররা। পাকিস্তান শুধু ম্যাচ জেতেনি, লিগ পর্বে হৃদয় জিতে নিয়েছিল। মরিয়া লড়াই দেখা যাচ্ছিল তাঁদের মধ্যে।

কিন্তু সেই সব আশা ভেঙে যায় বৃহস্পতিবার। অস্ট্রেলিয়ার সামনে স্নায়ুর চাপ ধরে রাখতে পারল না পাকিস্তান। হতাশ পাকিস্তানের ছবি দেখল বিশ্ব। হার না মানা জেদ যেন গ্রুপ পর্বে রেখেই সেমিফাইনাল খেলতে এসেছিলেন তাঁরা। ডেভিড ওয়ার্নার পাল্টা মারতেই লাইন লেংথ হারিয়ে ফেললেন হাসান আলিরা। যে দলের ফিল্ডিং অবাক করেছিল গ্রুপ পর্বে, সেই পাকিস্তানের হাসান আলি ক্যাচ ফেললেন গুরুত্বপূর্ণ সময়। ১৯তম ওভারে আফ্রিদির বলে ক্যাচ তোলেন ম্যাথু ওয়েড। পাল্টে যেতে পারত ম্যাচের রং। কিন্তু জীবন পেয়ে আর অপেক্ষা করেননি অভিজ্ঞ ওয়েড। পর পর তিনটি ছয় মেরে ম্যাচ শেষ করে দেন তিনি। সেমিফাইনালেই জয়রথ থেমে যায় বাবরদের।

মাঠের মধ্যে মুখ ঢেকে বসে পড়েন আফ্রিদি। যে গতিতে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা হঠাৎ হ্যাঁচকা টানে তাঁদের মাটিতে নামিয়ে আনেন ওয়েডরা। বিশ্বকাপ জিততে জানে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে সেরা হতে না পারলেও নক আউট পর্বে সব সময়ই ভয়ঙ্কর তারা। সেটাই বুঝিয়ে দিলেন বৃহস্পতিবার। শেষ বল অবধি স্নায়ুর চাপ ধরে রাখল। লড়াই চালিয়ে গেল অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতেই পাকিস্তানের ছুটি করে দিল তারা। মরুশহরে স্বপ্ন ভঙ্গ হল পাকিস্তানের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest