IPL 2021 : PBKS vs RR match preview

IPL 2021 PBKS vs RR: মরুশহরে আজ পাওয়ারহিটারদের লড়াই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আরবদেশে আজ দুই তরুণ ক্যাপ্টেনের কড়া টক্কর দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা। দুবাইতে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দুই দলেই রয়েছে পাওয়ার হিটাররা। প্রথম পর্বে দুই দলই খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তবে নতুন শহরে নতুন অধ্যায় লিখতে তৈরি দুই দলই।

দ্বিতীয় পর্বের আইপিএলে দুই দলেই বেশ কিছু পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারকে তারা পাচ্ছে না। লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে রাজস্থান। অন্যদিকে পঞ্জাব শিবিরেও বেশ কিছু বদল এসেছে। রেইলি মেরিডিথ, ঝাই রিচার্ডসন ও দাভিদ মালান আইপিএল থেকে সরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। তারপরই প্রীতির দলে যোগ দিয়েছেন এইডেন মার্করাম, আদিল রশিদ এবং নাথান এলিস। এই বিদেশি ক্রিকেটারদের দলে সংযুক্তি অবশ্যই পঞ্জাবকে আরও শক্তিশালী করে তুলবে। আইপিএল অভিষেকের জন্য মুখিয়ে রয়েছে আদিল রশিদ।

নতুন শহরে নতুন ভাবে শুরু করতে চান গোলাপি শহরের অধিনায়ক। সঞ্জু স্যামসন বলেন, “আমরা চার মাসের বিরতির পর টুর্নামেন্টটি আবার শুরু করছি, তাই এটা একটা নতুন মরসুমের মতোই মনে হচ্ছে। রাজস্থান রয়্যালস শিবিরে সকলের মেজাজও এমন যে আমরা আরেকটা নতুন আইপিএল শুরু করছি। আমরা আমাদের দলে কিছু পরিবর্তন করেছি। তাই এটাও আমাদের কাছে একটি নতুন টুর্নামেন্টের মতো মনে হচ্ছে। সামগ্রিকভাবে প্রথম পর্যায়ে যা ঘটেছে তা মেনে নিয়ে মানসিকতার সাথে পরিবর্তন নিয়ে আসা ভালো।”

ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে। পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest