PEERLESS FOOTBALLER PLAYS CALCUTTA FOOTBALL LEAGUE MATCH EVEN AFTER DEMISE OF HIS FATHER

CFL 2021: বাড়িতে বাবার মরদেহ, দলকে জিতিয়েই শ্মশানে গেলেন আকাশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাত্র কয়েক মাস আগেকার ঘটনা৷ গত বছরের শেষ দিকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফিরেছিল বিরাট কোহলির ভারত৷ সিরিজ চলার মাঝপথেই বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলেন মহম্মদ সিরাজ৷ কিন্তু তার পরেও দেশে ফেরেননি তিনি৷ দলকে সিরিজ জিতিয়ে দেশে ফিরে সোজা কবরস্থানে ছুটেছিলেন বাবাকে শ্রদ্ধা জানাতে৷

সোমবার দলের প্রতি দায়বদ্ধতার এমনই নজিরের সাক্ষী থাকল কলকাতা ময়দান৷ সৌজন্যে আকাশ মুখোপাধ্যায় নামে এক অখ্যাত ফুটবলার৷ বাবাকে হারানোর শোক বুকে চেপে বাইশ গজে বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ সিরাজ৷ আর কলকাতা ফুটবল লিগে মাঠে নামার আগে বাবার মৃত্যুতেও পিছিয়ে আসেননি আকাশ৷ শুধু তাই নয়, খেলার মাঝে চোট পেয়ে মাথাও ফাটে আকাশের৷ আটটি সেলায় পড়ে মাথায়৷ তার পরেও মাঠে নামেন পিয়ারলেসের এই প্রতিশ্রুতিমান ফুটবলার৷ বাবাকে হারানো, মাথা ফাটার মানসিক ও শারীরিক যন্ত্রণা নিয়েই মাঠে ছিলেন আকাশ৷ দল জয় পাওয়ার পরই বাবাকে দাহ করতে শ্মশানে যান তিনি৷

আরও পড়ুন: IND vs ENG Manchester Test :ভবিষ্যতে খেলা হবে পঞ্চম টেস্ট! ২-১-এ এগিয়ে থাকলেন কোহলিরা

লকডাউন পরবর্তী কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ অজ্ঞাত কুলশীল ফুটবল প্রতিভার বিকশিত হওয়ার মঞ্চ হয়ে উঠেছে ৷ যেখানে দুই প্রধানের অনুপস্থিতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তথাকথিত ছোট দলের ফুটবলাররা নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টার ক্যানভাসে নিয়মিত রং জুড়ে যাচ্ছে।

কলকাতা লিগে ম্যাচ ছিল গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস এবং টালিগঞ্জ অগ্রগামীর। ক্রোমার হ্যাটট্রিক, পঙ্কজ মৌলা, রোমারিক বেটাট, শ্যামকুমারের গোলের সৌজন্যে 6-2 গোলে টালিগঞ্জ অগ্রগামীকে উড়িয়ে দিয়েছে। ম্যুর অ্যাভেনিউ ক্লাব দলটির হয়ে জোড়া গোল ক্রিস্টোফারের। তবে ছোট দলের বড় জয়ে অন্য রং লাগিয়ে দেন আকাশ। ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমির প্রাক্তন ফুটবলার আকাশ বর্তমানে পিয়ারলেস ক্লাবে স্টপার পজিশনে খেলেন।

সোমবার সকালে আকাশের বাবা মারা গিয়েছেন। সংসারের মূল উপার্জনকারী বাবার মৃত্যু আকাশদের মাথার ছাদ এক লহমায় উড়িয়ে নিয়ে গিয়েছে। আকাশের দাদা কার্যত বেকার। এই অবস্থায় বাবার মৃত্যু আকাশকে দিশেহারা করে তুলেছিল। কিন্তু পিতৃশোকের ধাক্কায় ছিটকে পড়লেও লড়াই ছাড়েনি আকাশ। সিদ্ধান্ত নেয় খেলা শেষ করে বাড়ি ফিরে বাবার মরদেহ দাহ করবেন।

টালিগঞ্জের বিরুদ্ধে আকাশ শুধু খেললেন না, স্টপার হয়েও ফুটবলকে অন্যমাত্রায় পৌছে দিলেন। তাঁর দাপুটে পারফরম্যান্সের সামনে টালিগঞ্জের ফুটবলাররা দাঁত ফোটাতে পারেননি। ক্রোমার হ্যাটট্রিকের দিনেও আকাশের ফুটবল ইস্টবেঙ্গল মাঠে আলো ছড়ায়। কিন্তু বিরতির পরে সংঘর্ষে মাথা ফাটে আকাশের ৷ মাঠের ধারে প্রাথমিক চিকিৎসায় ছ’টি সেলাই পড়ে তাঁর মাথায়। ইস্টবেঙ্গল ক্লাব তার প্রাক্তন শিক্ষার্থীর গুরুদশায় দশ হাজার টাকা হাতে তুলে দিয়ে পাশে দাঁড়ায় ৷

আরও পড়ুন: ISL 2021: ঘোষিত হল সূচি, ইস্ট-মোহন মহারণ ২৭ নভেম্বর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest