PM Modi visits Indian dressing room after World Cup final loss

PM Modi: বুকে টেনে নিলেন শামিকে, ফাইনালে হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একপেশে একটা ফাইনাল জিতে ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলল অস্ট্রেলিয়া ৷ ট্রাভিস হেডের দুরন্ত ব্যাটিংয়ে স্বপ্ন চুরমার রোহিতদের ৷ আহমেদাবাদে ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ম্যাচ শেষে ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়েও ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ৷

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মোদীর সঙ্গে ছবি পোস্ট করে জাদেজা লেখেন, ‘আমাদের একটা দুর্দান্ত টুর্নামেন্ট কেটেছে। কিন্তু গতকাল একধাপ দূরে থেমে গিয়েছি আমরা। আমাদের সকলের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু দেশবাসীর সমর্থন আমাদের স্বস্তি দিয়েছেন। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এসেছিলেন, সেটা অত্যন্ত স্পেশাল এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।’

শামি লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গতকালের দিনটা আমাদের ছিল না। আমাদের দল এবং আমায় পুরো টুর্নামেন্টে সমর্থন করে যাওয়ার জন্য সব ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। আমরা আবার ফিরে আসব।’

রবিবার অজি ইনিংস চলাকালীন খেলা দেখতে যান প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর সামনে বিশ্বজয়ী হতে পারলেন না রোহিতরা। ম্যাচের পর টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। ফাইনালিস্ট দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ” প্রিয় টিম ইন্ডিয়া, গোটা টুর্নামেন্টে তোমাদের প্রতিভা আর মানসিকতা প্রশংসার যোগ্য। দারুণ স্পিরিটের সঙ্গে খেলেছ তোমরা। এই পারফরম্যান্সে গর্বিত গোটা দেশ। সবসময় তোমাদের পাশে থাকব।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest