‘চোখের জল আটকে রেখে ক্রিকেটকে গুড বাই বলেছো, তোমার জন্য গর্বিত,’ ধোনির অবসর নিয়ে সাক্ষী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বারবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের চর্চা হয়েছে। আর বারবার ধোনির হয়ে তার জবাব দিয়েছেন স্ত্রী সাক্ষী। কিন্তু এবার সত্যি সত্যিই অবসর নিয়েছেন ধোনি। আর তিনি অবসর নিতে সোশ্যাল মিডিয়ায় মাহিকে বার্তা দিলেন সাক্ষী।

ধোনির অবসর ঘোষণার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সাক্ষী। সূর্যাস্তের আকাশের দিকে তাকিয়ে আছেন ক্যাপ্টেন কুল। এরকম একটি ছবি পোস্ট করে ধোনির উদ্দেশে সাক্ষী লেখেন, ‘তুমি যা অর্জন করেছো, তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত। খেলাকে তোমার সবচেয়ে ভালোটা দিতে পারার জন্য তোমায় অভিনন্দন। তোমার মতো মানুষের সান্নিধ্য পেয়ে আমি গর্বিত। আমি নিশ্চিত, নিজের প্যাশনকে গুড বাই বলার সময় তুমি নিজের চোখের জলকে আটকে রেখেছিলে। আগামী দিনে তোমার সুস্বাস্থ্য, আনন্দ ও দারুণ জীবনের জন্য শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুন: কেন ঠিক সন্ধে ৭টা ২৯ মিনিটে? ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চর্চা তুঙ্গে

https://www.instagram.com/p/CD60JnWHibP/

 

এরপর কিংবদন্তী কবি মায়া অ্যাঞ্জেলুর কবিতার কয়েকটি পংক্তিও ব্যবহার করেন ধোনি-পত্নী। তিনি লেখেন, ‘তুমি কী বলেছো মানুষ তা ভুলে যাবে, তুমি কী করেছো সেটাও মানুষ ভুলে যাবে, কিন্তু মানুষ এটা কখনও ভুলবে না কী ভাবে তুমি তাঁদের অনুভূতি তৈরি করেছো।’

শনিবার স্বাধীনতা দিবসের দিন হঠাৎই নিজের অবসর ঘোষণা করেন ধোনি। কোনও সাংবাদিক সম্মেলন নয়, আগে থেকে ঘোষণা নয়, হঠাৎ করেই একটা ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করে ক্রিকেটকে বিদায় জানান মাহি। তাঁকে এত ভালবাসা দেওয়ার জন্য ফ্যানদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেন ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়ক।

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াই শেষ, প্রয়াত ভারতের প্রাক্তন ওপেনার, উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest