PV Sindhu beats japan's akane yamaguchi in tokyo olympics quarter final

Tokyo 2020: চতুর্থ বাছাই জাপানি প্রতিপক্ষকে হারিয়ে ব্যাডমিন্টনের সেমিফাইনালে সিন্ধু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রিওর পর আরও একবার অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করলেন পিভি সিন্ধু (PV Sindhu)। শুক্রবার মহিলা সিঙ্গলসের শেষ আটে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। পদক জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে হায়দরাবাদি শাটলার। সেমিফাইনালে তাঁর লড়াই বিশ্বের এক নম্বর তাই জু ইনের সঙ্গে।

টোকিওর কোয়ার্টার ফাইনালে নিজের থেকে বিশ্বব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপানি শাটলার আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন সিন্ধু। স্ট্রেট গেমে ম্যাচ জিতে পিভি জায়গা করে নেন ওমেনস সিঙ্গলসের সেমিফাইনালে।শেষ আটের হার্ডল টপকাতে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই সিন্ধুকে সাকুল্যে ঘাম ঝরাতে হয় ৫৬ মিনিট। মাত্র ২৩ মিনিটেই প্রথম গেম ২১-১৩ ব্যবধানে জিতে নেন সিন্ধু। তবে দ্বিতীয় গেমে সিন্ধুকে কড়া টক্কর দেন ইয়ামাগুচি। যদিও শেষমেশ সিন্ধু ৩৩ মিনিটে দ্বিতীয় গেম জিতে নেন ২২-২০ ব্যবধানে।

আরও পড়ুন: Tokyo 2020: ফের লজ্জাজনক ঘটনা অলিম্পিকে, বক্সিংয়ে প্রতিপক্ষের কানে কামড়!

দ্বিতীয় গেমে সিন্ধু একসময় ১২-৬ ব্যবধানে লিড নিয়েছিলেন। সেখান থেক কামব্যাক করে ইয়ামাগুচি ১৫-১৫ পয়েন্টে গেম সমতায় ফেরান। বরং সিন্ধুকে টপকে গিয়ে একসময় ১৮-২০ গেম পয়েন্টে দাঁড়িয়ে যান জাপানি শাটলার। দু’টি গেম পয়েন্ট বাঁচিয়ে সিন্ধুই শেষ হাসি হাসেন।

উল্লেখ্য, বিশ্বের পাঁচ নম্বর তারকা ইয়ামাগুচি অলিম্পিক্সে চতুর্থ বাছাইয়ের মর্যাদা পেয়েছিলেন। বিশ্বব়্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা সিন্ধু ষষ্ঠ বাছাই হিসেবে ওমেনস সিঙ্গলসের কোর্টে নেমেছেন।

আরও পড়ুন: India vs Sri Lanka: করোনা আক্রান্ত চাহাল এবং গৌতম, চিন্তা বাড়ছে ভারতীয় দলে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest