Site icon The News Nest

লেহেঙ্গা-চোলিতে ধামাল ডান্স, নয়া অবতারে সকলকে মুগ্ধ করলেন পিভি সিন্ধু

sindhu

পদ্মভূষণে সম্মানিত হয়েছেন ভারতের দুটি অলিম্পিক্স মেডেল জয়ী পিভি সিন্ধু ( PV Sindhu) ৷ দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান এটি৷ এরইমধ্যে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন ভারতের অন্যতম সেরা শাটলার৷ একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন তিনি৷ তাঁকে সাধারণত যেভাবে দেখা যায় এদিন তাঁকে দেখে ক্লিন বোল্ড হয়ে গেলেন তাঁর ফ্যানরা৷ ২৬  বছরের সিন্ধু ( PV Sindhu) এদিন পরেছিলেন একেবারে ট্র্যাডিশানাল লেহেঙ্গা -চোলি৷ তাঁর সঙ্গে পরেছিলেন গয়না৷ শুধু সাজগোজই নয় একেবারে নেচে দেখালেন নিজের ইনস্টাগ্রামে৷ তিনি CKay’s ‘Love Nwantiti’ গানে কোমর দোলালেন৷

গত ৭ নভেম্বর ২৬ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড় নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োটি আপলোড করেন। কয়েকদিনের মধ্যেই ভিডিয়োটি ১৭ লক্ষ বার দেখা হয়ে যায়। গানটি নাইজেরিয়ান গায়ক সিকেয় (Ckay) গেয়েছেন। ভিডিয়োতে সিন্ধুকে একটি সুন্দর সবুজ লেহেঙ্গা পরে নাচতে দেখা যায়। সঙ্গে তাঁর সাবলীল সুন্দর হাসিও ফুটে উঠেছিল তাঁর মুখে।

এখন ‘Love Nwantiti’ সারা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয়৷ সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন পিভি সিন্ধু। তাঁর এই দারুণ ডান্স পারফরমেন্স ভাইরাল হতেই তাতে ইতিমধ্যেই ১.১ কোটির বেশি ভিউ পেয়েছে। অজস্র শুভেচ্ছার সঙ্গে নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

গত সোমবারই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার জিতে উচ্ছ্বাসিত সিন্ধু জানান, ‘‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত, আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ’। এর আগে ২০১৫ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন পিভি সিন্ধু। এছাড়া তিনি ২০১৬ সালে খেলরত্ন পুরস্কারও পান৷

Exit mobile version